![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
এবছরের আগস্টে শতাধিক তারকার নগ্ন ছবি প্রকাশ করে হ্যাকাররা। সেই তালিকা থেকে বাদ যাননি জেনিফার লরেন্সও।
এবার নগ্ন ছবি ফাঁসপ্রসঙ্গে মুখ খুললেন তিনি।লরেন্স বলেন এটি যৌনতার লঙ্ঘন এবং অবশ্যই বিরক্তিকর।একশ তারকার নগ্ন ছবি প্রকাশের তালিকায় জেনিফার লরেন্স ছিলেন প্রথম। অর্থাৎ সবর্প্রথম লরেন্সের এসব ছবি অনলাইনে ফাঁস করা হয়। লরেন্স আরও বলেন আমি জানি না এই বিষয়টা আমার ক্যারিয়ারে কেমন প্রভাব ফেলবে। তবে বিষয়টি নিয়ে আমি শঙ্কিত।
তিনি আরও বলেন যেহেতু আমি একজন পাবলিক ফিগার একজন অভিনেত্রী আমি যে এই জন্যে কিছু বলছি না বিষয়টি সেটি নয়। এটি আমার শরীর আমার পচ্ছন্দ। সুতরাং আমার শরীরের সঙ্গে এমন কিছু করা হবে যা আমার পচ্ছন্দ নয় সেটি কখনোই মেনে নেবো না।
এটি অবশ্যই বিরক্তিকর। আমি বিশ্বাস করি আমরা এধরনের বিশ্বে বাস করতে পারি না। ২৪ বছর বয়সী এই অভিনেত্রী নগ্ন ছবি ফাঁসের পরে এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তিনি বলেন আমার রাগ এবং কান্না সম্পর্কে কথা বলতে ভালো লাগে না।
রগরগে দৃশ্যে
আনুশকা শর্মা অভিনীত কোন ছবিই চলতি বছর মুক্তি পায়নি। তবে ডিসেম্বরেই মুক্তির কথা রয়েছে ব্যাপক আলোচিত ছবি পিকে। এখানে আমির খানের বিপরীতে প্রথমবারের মত দেখা যাবে আনুশকাকে। ছবিটি মুক্তি পেলে চলতি বছরের অন্যতম ব্যবসা সফল ছবিতে পরিণত হবে বলেই মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
তবে এটি মুক্তি পেতে না পেতেই সম্প্রতি আরও একটি ছবির মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন এই অভিনেত্রী। ছবির নাম এন এইচ-১০। পরিচালনা করছেন নাভদিপ সিং। ছবিতে তাকে দেখা যাবে তরুণ অভিনেতা নীল ভূপালামের সঙ্গে।
ছবিটির কাহিনী গড়ে উঠেছে একটি জুটির রোড ট্রিপকে কেন্দ্র করে। ছবির একটি দৃশ্যে রাস্তাতেই গাড়ির ভেতর রগরগে আনুশকাকে আবিষ্কার করা যাবে। গাড়ির ভেতর ভূপালামের সঙ্গে আনুশকার এই রগরগে দৃশ্যটির শুটিং সম্প্রতি মুম্বাইয়ের একটি হাইওয়েতে হয়েছে।
এ ধরনের দৃশ্যে এর আগে কখনও দেখা যায়নি আনুশকাকে। বিষয়টি নিয়ে বেশ আলোচনা-সমালোচনাও হচ্ছে। তবে সেদিকে কান দিতে নারাজ আনুশকা।এ বিষয়ে তিনি বলেছেন, আমি চরিত্রের প্রয়োজনে সবই করতে পারি। কারণ আমি একজন অভিনেত্রী। সম্প্রতি এন এইচ-১০ ছবির যে দৃশ্যটি নিয়ে এত কথা হচ্ছে এটাও চরিত্রের প্রয়োজনেই করা হয়েছে। অন্য কিছু নয়।
১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:০১
ব্লগ মাস্টার বলেছেন: হুম
২| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৯
অপূর্ণ রায়হান বলেছেন: চরিত্রের প্রয়োজন কি শুধু খাচ্রামি ইত্রামি আর নগ্নতাই ! বুঝি না আমি !
ভালো থাকুন
১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:০২
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ আপনিও ভালো থাকবেন ।
৩| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:০৪
জুয়েলইসলাম বলেছেন: হুম
১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:০৪
ব্লগ মাস্টার বলেছেন: আপনিও হুম এই হুমের মানেতা বুঝলাম না।ধন্যবাদ ভালো থাকবেন ।
৪| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:১৪
সজীব বলেছেন:
১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১৩
ব্লগ মাস্টার বলেছেন:
৫| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৮
তাসজিদ বলেছেন: আপনার লেখা দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন ? কার নগ্ন ছবি প্রকাশ পেল, কে হট সিন করল, তা নিয়ে ফেসবুক এ মাতামাতি হয় ।
ব্লগে নয়।
১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:০৫
ব্লগ মাস্টার বলেছেন: হুম
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৫
এহসান সাবির বলেছেন: হুম!