নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।

ব্লগ মাস্টার

আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।

ব্লগ মাস্টার › বিস্তারিত পোস্টঃ

আমাদের প্রিয় বঙ্গ

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:২৪

আমাদের প্রিয় বঙ্গ
এটা হল বঙ্গ বীরদের রক্তের অঙ্গ,
ও মা, তুই তাদের শত সাধনার ফসল
তোর জন্য ঝড়েছে বহু অশ্রু ঝর্ণা,
তোর জন্য লড়েছে তাদের প্রতিটি রক্তের কণা ।
মা-গো তোকে পেয়েছি বহু সাধনাতে
যতই হোক অগ্নি তুফাণ
তবুও তোকে দেবো নি হারাতে ।
দুপুর গড়িয়ে বিকেলে তোর কিছু অবুঝ সন্তান,
হয়ত মা ওরা তোকে যাবে ভুলে,
মনের কষ্ট ভুলে
তুই তোর অবুঝ সন্তানগুলোকে,
আবার নিছ তোর বুকে তুলে।
কত ব্যথা পেলাম মা-গো,
চলতে আঁকা বাঁকা পথে,
জন্ম লগ্ন থেকে জ্বলছি মা-গো,
আর দিছনে তুই জ্বলতে ।


মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৫০

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: দেশপ্রেমি.... ভালো লাগলো মাঝ রাতে দেশাত্ববোধক কবিতা!

০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৫

ব্লগ মাস্টার বলেছেন: শুভকামনা জানাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.