![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
আমার মতই অবাক বিশ্ব দেখে রোজকার এ ঘটনা
মনে হচ্ছে এ পৃথিবীতে মানুষের চেয়ে অমানুষই বেশি
হরদম রটছে কত রটনা
পাচ্ছে মানুষ নীর্বিক শুধু বঞ্চনা।
কারো মাঝে নাই কোন নীতি
নাই কোন প্রীতি
দিনে দিনে হচ্ছে
আমাদের সমাজে এটা বড় রীতি।
কিছের দল কিছের বল
সবই যেন দূরভাগ্যের ফল
হচ্ছে দেশে কত অনিয়ম
সবই যেন এক ভলিয়ম ।
কিছের এত বরাই কর
আজ বাদে কাল মরবে তুমি ধর
তারপর কি হবে ?
দেখেছ কি একবারও ভেবে
আগে শেখো পেতনীতি
তার পরে কর রাজনীতি।
কতজনকে ক্ষমতারবলে মারলে তুমি
রেখ তার হিসাব,,
আজ না হয় কালকে,
একদিন না একদিন তোমায় দিতে হবে এর সঠিক জবাব ।
২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২০
ব্লগ মাস্টার বলেছেন: আমার ব্লগে স্বাগতম।
২| ২২ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৮
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন
২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২১
ব্লগ মাস্টার বলেছেন: আমার ব্লগে স্বাগতম।
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৫
ব্লগ সার্চম্যান বলেছেন: অপরূপ সুন্দর কবিতা লিখেছেন।