![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
থাকব না আমি আর না আমার দেহের অস্থিত্ব
অতচ কত আনাচার এ দেহের ভিতর,,
ভাবলে কাঁদে মন থাকতে বন্দিশালায় হবে জীবন ভর
কি বা রবে জাগ্রত প্রশ্ন অনইচ্ছুক করে অন্তর ।
থাকবে চারদিক চারটি দেয়াল
ওপরে মাটির ধালাই ছাদ
পিঁঠের নিঁচে হবে বিশানা মাটির খাঁট,,
গায়ের ওপর না চাঁদর না কোন শাট ।
গড়েছি উৎস একটা জীবন
তাতে নাই গৌড়ব বলছে মন,,
গলবে মাটি হবে কাঁদা,
সময় থাকতে মনটাকে করতে হবে সাদা ।
২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৫
ব্লগ মাস্টার বলেছেন: আমার প্রোফাইল দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি মৃত।
২| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৭
ধ্রুবক আলো বলেছেন: সময় থাকতে মনটাকে করতে হবে সাদা ।
খুব সুন্দর কথা , বেশ ভালো লাগলো
২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৬
ব্লগ মাস্টার বলেছেন: আপনি দীর্ঘ জীবি আয়ু লাভ করুন।
৩| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৯
বিলিয়ার রহমান বলেছেন: ব্লগ মাস্টারর
ভালো লিখেছেন!!
তবে অনেক টাইপো আছে!
২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৫
ব্লগ মাস্টার বলেছেন: আপনার অসাধারণ স্বরণ শক্তি ধন্যবাদ। টাইপো না হলে মনে থাকে না,জীবনকে ভুল পথে ঠেলে নিচ্ছি।
৪| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৮
বিলিয়ার রহমান বলেছেন: এখানেতো স্মরণ শক্তির কিছু নাই ভাই!
টাইপো কম বেশি সবার হয় আমারো হয়!!
আপনার লেখার টাইপো গুলো শুধরে নিলে এটা দেখতে আরো ভালো লাগবে! নয় কি???
২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩১
ব্লগ মাস্টার বলেছেন: ঠিক আছে মনে হয় বেশ জমবে ।
৫| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৩
চাঁদগাজী বলেছেন:
আপনি এখনো জীবিত দেখছি, মগজ হয়তো মৃত
২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩০
ব্লগ মাস্টার বলেছেন: কি জানি হয়েছে আজ কাল
খাইলে আর ক্ষিদে লাগে না।
৬| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৫
মামুন ইসলাম বলেছেন: চমৎকার হয়েছে ।
২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৩
ব্লগ মাস্টার বলেছেন: আচ্ছা ঠিক আছে ।
৭| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫১
রাজীব নুর বলেছেন: এই কবিতা কি অভিজ্ঞতা থেকে লেখা?
২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩২
ব্লগ মাস্টার বলেছেন: না
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৬
চাঁদগাজী বলেছেন:
আপনি জীবিত, নাকি মৃত?