| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগ মাস্টার
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
থাকব না আমি আর না আমার দেহের অস্থিত্ব
অতচ কত আনাচার এ দেহের ভিতর,,
ভাবলে কাঁদে মন থাকতে বন্দিশালায় হবে জীবন ভর
কি বা রবে জাগ্রত প্রশ্ন অনইচ্ছুক করে অন্তর ।
থাকবে চারদিক চারটি দেয়াল
ওপরে মাটির ধালাই ছাদ
পিঁঠের নিঁচে হবে বিশানা মাটির খাঁট,,
গায়ের ওপর না চাঁদর না কোন শাট ।
গড়েছি উৎস একটা জীবন
তাতে নাই গৌড়ব বলছে মন,,
গলবে মাটি হবে কাঁদা,
সময় থাকতে মনটাকে করতে হবে সাদা ।
২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৫
ব্লগ মাস্টার বলেছেন: আমার প্রোফাইল দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি মৃত।
২|
২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৭
ধ্রুবক আলো বলেছেন: সময় থাকতে মনটাকে করতে হবে সাদা ।
খুব সুন্দর কথা , বেশ ভালো লাগলো
২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৬
ব্লগ মাস্টার বলেছেন: আপনি দীর্ঘ জীবি আয়ু লাভ করুন।
৩|
২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৯
বিলিয়ার রহমান বলেছেন: ব্লগ মাস্টারর
ভালো লিখেছেন!!
তবে অনেক টাইপো আছে!![]()
২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৫
ব্লগ মাস্টার বলেছেন: আপনার অসাধারণ স্বরণ শক্তি ধন্যবাদ। টাইপো না হলে মনে থাকে না,জীবনকে ভুল পথে ঠেলে নিচ্ছি।
৪|
২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৮
বিলিয়ার রহমান বলেছেন: এখানেতো স্মরণ শক্তির কিছু নাই ভাই!![]()
টাইপো কম বেশি সবার হয় আমারো হয়!!
আপনার লেখার টাইপো গুলো শুধরে নিলে এটা দেখতে আরো ভালো লাগবে! নয় কি???
২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩১
ব্লগ মাস্টার বলেছেন: ঠিক আছে মনে হয় বেশ জমবে ।
৫|
২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৩
চাঁদগাজী বলেছেন:
আপনি এখনো জীবিত দেখছি, মগজ হয়তো মৃত
২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩০
ব্লগ মাস্টার বলেছেন: কি জানি হয়েছে আজ কাল
খাইলে আর ক্ষিদে লাগে না।
৬|
২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৫
মামুন ইসলাম বলেছেন: চমৎকার হয়েছে ।
২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৩
ব্লগ মাস্টার বলেছেন: আচ্ছা ঠিক আছে ।
৭|
২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫১
রাজীব নুর বলেছেন: এই কবিতা কি অভিজ্ঞতা থেকে লেখা?
২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩২
ব্লগ মাস্টার বলেছেন: না
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৬
চাঁদগাজী বলেছেন:
আপনি জীবিত, নাকি মৃত?