![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
কান্দেরে……কান্দে আমার হদয়
কান্দেরে,,,,,,,,,,কান্দে,কান্দে আমার অবুঝ মন,,
কাদতে কাদতে হইলোরে…..
হইলো অন্ধ আমার পোড়া দুই নয়ন।
এটা তার প্রেমের ফল
আমার পোড়া দুই নয়নের হাজার ফোঁটা নোনা জ্বল ।
কাদে মন আমার সখীর জন্য
সখী আমার হইলো অন্য কারো,
আসিও সখী শেষ বিদায়ে
কবর দিতে আমায় যদি পারো ।
যদি করে থাকি কোন ভুল……..
ভেবে নিও সেটা তোমার আমার এক সময়ের ভালোবাসার ফুল ।
২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮
ব্লগ মাস্টার বলেছেন: সবাইতো ভালো ভালো পোস্ট দিচ্ছে ।এর মাঝে দুই একজনকে খারাপ পোস্ট না দিলে অনেকের
মনে থাকবে না ব্লগে দুুই একজন খারাপ পোস্ট দাতাও আছে।
২| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: যদি করে থাকি কোন ভুল……..
ভেবে নিও সেটা তোমার আমার এক সময়ের ভালোবাসার ফুল ।
২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯
ব্লগ মাস্টার বলেছেন: কি ভেবে নিলেন
৩| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৬
শাহরিয়ার কবীর বলেছেন:
প্রেমের মরা চলে ডোবে না গুরু ..........
হাল ছেড়ে দিলে ,নিজের বেহাল দশা হইবে,
চালিয়ে যান ।
২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৯
ব্লগ মাস্টার বলেছেন: চালিয়ে যেতে চাই কিন্তু চালাতে তেল যদি ফুরিয়ে যায় তাহলে পরে আবার চালবো কেমনে ।
৪| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৯
ব্লগ মাস্টার বলেছেন: চালিয়ে যেতে চাই কিন্তু চালাতে তেল যদি ফুরিয়ে যায় তাহলে পরে আবার চালবো কেমনে ।
২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১০
ব্লগ মাস্টার বলেছেন: কেমন হইল ভুল নাম্বারে কথা বললাম মনে হয়।
৫| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১০
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো। লিখে যান প্রিয় কবি। শুভকামনা আপনার জন্য।
২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১১
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ আবার আসার জন্য প্রিয় কবি ।
৬| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৫
ওমেরা বলেছেন: সামু ব্লগ তো নয় ,মনে হয় ছ্যাকা খাওয়া ক্লাব !!!
৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২০
ব্লগ মাস্টার বলেছেন: মনে হয়
৭| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৮
শাহরিয়ার কবীর বলেছেন:
তেল নিয়ে ভাবনা আর না, আর না ....
মনে আলো বড় আলো বাহিরে আলো কিছু না ... হক মওলা...
দিলাম দোয়া করিয়া ,,,,,
নিজের খেয়ে বনের মহিষ তাড়ানো
ছাড়া পিরিতির মাঝে কি আছে লুকিয়ে ?
৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২১
ব্লগ মাস্টার বলেছেন: আমিন।
৮| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩
শাহরিয়ার কবীর বলেছেন:
ওমেরা বলেছেন: সামু ব্লগ তো নয় ,মনে হয় ছ্যাকা খাওয়া ক্লাব !!!
সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে ............... এ কথাতে, আপনি কি বলনে । আপনারও এসেছিল নিশ্চয় ?
এখন লেজ কাটা শিয়ালের গল্প বলে , এড়িয়ে যাচ্ছেন কেন ?
৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২৪
ব্লগ মাস্টার বলেছেন: উনি কি আপু না ভাইয়া।
৯| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮
খায়রুল আহসান বলেছেন: কবিতার শেষ দুটো চরণ ভাল লেগেছে।
৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২৫
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
১০| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
চাঁদগাজী বলেছেন:
ধরে নিয়েছি, সব বাংগালী কবি ভালোবাসায় কস্ট পেয়েছেন।
১১| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:২৩
ঝালমুড়ি আলা বলেছেন: ভালো কবিতা।
১২| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:০১
blogermassud বলেছেন: ফটাফত কবিতা।
১৩| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩২
লেখা পাগলা বলেছেন: মজা লাগল পিরিতের কবিতা।
১৪| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর কবিতা। গান হতে পারে ভাই।
শুভকামনা রইল
১৫| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০৩
ধ্রুবক আলো বলেছেন: সখীর জন্যে কান্না বন্ধ করে ফেলুন।
১৬| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২৫
শাহরিয়ার কবীর বলেছেন:
আপু ..............
৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২৬
ব্লগ মাস্টার বলেছেন: সে জন্যই ।ধন্যবাদ প্রিয় কবি ।
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩
হাতুড়ে লেখক বলেছেন: এত কান্দাকান্দির কি আছে? যাইহোক,
ব্লগ মাষ্টারের কাছ থেকে এরম পোষ্ট আশা করি নাই।