নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।

ব্লগ মাস্টার

আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।

ব্লগ মাস্টার › বিস্তারিত পোস্টঃ

বন্ধুর বাঁশি করে তুলে আমারে মাতাল

০৬ ই মে, ২০১৭ রাত ১২:৩১


ছন্দে তাহার আছে তাল,
বাঁশির সুরে আছে কি সে যাদু,
থাকি আমি ঘরে আর বাহিরে,
করে তুলে সেই সুর আমারে মাতাল।

বন্ধু যখন বাঁশি বাজায়,
মনতা আমার চারদিকে শুধু ছুঁটে বেরায়,
একটু আমার প্রাণ বন্ধুরে দেখারি আশায়,
ওই বুঝি আমার প্রাণ বন্ধুই এমন যাদু করা বাঁশি বাজায় ।
থাকে বন্ধু বসে যেথায়…………..
বারে বারে ছুঁটে যাই সেথায়,
পাইনা তবু প্রাণ বন্ধুর দেখা,
তারে ছাড়া মন বসে না আমার ঘরে একা,
কি করে বলি তারে………..
সে যে বসত করছে আমার এই অন্তরে ।

আমি থাকি আসমানে আর পাতাল,
সেথায় যাইয়া বন্ধুর বাঁশির সুর,
করে রে,
করে তুলে হায়,
বন্ধুর বাঁশি আমারে মাতাল ।

মন্তব্য ৬০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৭ রাত ১২:৩৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দাদা ভাই, শব্দ চয়নে সমস্যা আছে। গান ভাটিতে পড়ে না।

০৬ ই মে, ২০১৭ রাত ১২:৪২

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ মোহাম্মাদ আব্দুলহাক ভাই এবং রাতের শুভেচ্ছা শুভরাত্রী ।
গান ছন্দ আর কবিতা কিযে হইছে
নিজেও কইতে পারি না যে,
কিছু শেখার আশায় যাই শুধু পড়ে আর লেখে,
যা বলার বলেন আপনারাই দেখে ।

২| ০৬ ই মে, ২০১৭ রাত ১২:৪০

ধ্রুবক আলো বলেছেন: লেখা ভালো, শব্দ চয়ন গুলো একটু ঠিক করে নিন।

০৬ ই মে, ২০১৭ রাত ১২:৪৭

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাই ধ্রুবক আলো, এবং রাতের শুভেচ্ছা শুভরাত্রী ।
এখনো শব্দ চয়নে আমি যে আনঅভিজ্ঞ
আপনারাই হলেন পাঠক
তাই লিখে যাই,
আপনারাই বিচারক ভিজ্ঞ্ ।

৩| ০৬ ই মে, ২০১৭ রাত ১২:৪৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি গান লিখেছেন, আপনি নিজে কয়েক বার বললে ঠিকঠাক হবে।

০৬ ই মে, ২০১৭ রাত ১:০২

ব্লগ মাস্টার বলেছেন: ঠিক আছে ভাই যাইবার আগে আবার দুইতিনবার টেরাইমারমুনি ।

৪| ০৬ ই মে, ২০১৭ রাত ১২:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: রুমান্টিক গান প্রচেষ্টা । চালিয়ে যান । :)

০৬ ই মে, ২০১৭ রাত ১:০৪

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই, এবং রাতের শুভেচ্ছা শুভরাত্রী ।
আপনাদের দোআ থাকলে সফল হবই আমি ইনশাল্লা ।

৫| ০৬ ই মে, ২০১৭ রাত ১২:৫৮

ওমেরা বলেছেন: এখন কি আর বাঁশীর যুগ আছে !আম্মুর কাছে গল্প শুনেছি বাঁশের বাঁশীর ।ধন্যবাদ ।

০৬ ই মে, ২০১৭ রাত ১:০৯

ব্লগ মাস্টার বলেছেন: আম্মুর কাছে কি শুধু বাঁশির গল্প শুনেছেন আর কিছুর গল্প শুনেন নাই ? আম্মুর কাছে যা কিছুর গল্প শুনেছেন সেসব কিছু গল্প শেয়ার করার জন্য জাতি দাবী জানাচ্ছে । :P
যদি অবশ্য শেয়ার করার মত হয় । :)

৬| ০৬ ই মে, ২০১৭ রাত ১:০৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সুন্দর গান বেঁধেছেন।

০৬ ই মে, ২০১৭ রাত ১:১২

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাই। দোআ করিবেন যেন আরো ভালো কিছু করার চেষ্টা রাখি ।

৭| ০৬ ই মে, ২০১৭ রাত ১:১০

শাহরিয়ার কবীর বলেছেন:
ওস্তাদ আমি কিন্তু আয়া পড়ছি =p~

০৬ ই মে, ২০১৭ রাত ১:১৫

ব্লগ মাস্টার বলেছেন: ভালই হইছে আইছেন আই কিন্তু লগিন কইরাই আগে আননেরে আর মোহাম্মাদ আব্দুলহাক ভাইরে খুঁজেছি ।
তা এত লেট কেন ?
জ্যামে আটকাইয়া গেছিলেন বুঝি ।

৮| ০৬ ই মে, ২০১৭ রাত ১:১১

শাহরিয়ার কবীর বলেছেন:

গান বাজনা আর ভালা লাগে ! =p~

০৬ ই মে, ২০১৭ রাত ১:১৭

ব্লগ মাস্টার বলেছেন: হবে হবে সবই হবে আস্তে আস্তে তয় মডুরা যদি ঘুমাইয়া থাকে ।

৯| ০৬ ই মে, ২০১৭ রাত ১:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বাঁশরি বাজাইয়া যায় রে বন্ধুয়া আমি রইলাম রান্ধন ঘরে।

এমন সুরের গান লিখেছেন।


ছবি কিন্তু শয়তানের! :P

০৬ ই মে, ২০১৭ রাত ১:২০

ব্লগ মাস্টার বলেছেন: তয় যুগের সাথে বেশ মানাইছে কিন্ত মোহাম্মাদ আব্দুলহাক ভাই :P
কলিযুগ বইল্লা কলির গান । :P

১০| ০৬ ই মে, ২০১৭ রাত ১:২০

শাহরিয়ার কবীর বলেছেন:

রাইতের বেলা কত জরিনা ফোন দেয় .... তাদের লগে কথা না কইলে চাকরি থাকবার লয় !! =p~

০৬ ই মে, ২০১৭ রাত ১:২৪

ব্লগ মাস্টার বলেছেন: তয় জরিনাবিবিরা কি কয় ? হ্যাতিগো মাঝে মধ্যে দুই চারটা শিশুতোষ ছড়া শুনাইয়া ঘুম পারাইয়া তারাতারি ব্লগে আইসা পড়বেন । B-)

১১| ০৬ ই মে, ২০১৭ রাত ১:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, মজার গান হবে।

০৬ ই মে, ২০১৭ রাত ১:২৬

ব্লগ মাস্টার বলেছেন: :P

১২| ০৬ ই মে, ২০১৭ রাত ১:২২

নাগরিক কবি বলেছেন: ব্লগ।মাস্টার নিক চেঞ্জ ব্লগ গীতিকার রাখা উচিত। ভাল হয়েছে। হয়ত আরো ভাল হবে। ;)

০৬ ই মে, ২০১৭ রাত ১:৩২

ব্লগ মাস্টার বলেছেন: আর লেইগ্গা একটু দোআ কইরেন ।

১৩| ০৬ ই মে, ২০১৭ রাত ১:২২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি কিন্তু চিন্তার সাগরে ঝাপ দিছি। হাবভাব ভালা নায় কইয়া রাখলাম। কে কখন কার ঘাড়ে পড়বে কওয়া যায় না। আজ একজন আমার ঘাড়ে পড়েছে। :D

০৬ ই মে, ২০১৭ রাত ১:২৯

ব্লগ মাস্টার বলেছেন: হে দয়াময় হেরকম হতভাগ্য ঘাড় আমাগো যেন না হয় |-) আর মোহাম্মাদ আব্দুলহাক ভাইকে সায়সালামতে তুমি হেফাজত কর।
আমীন।

১৪| ০৬ ই মে, ২০১৭ রাত ১:২৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চাইলে আমার গাওয়া গান শুনতে পারবেন। (বসন্তে বসন্তে)

আমি কিন্তু গানও গাইতে পারি :D

০৬ ই মে, ২০১৭ রাত ১:৩৫

ব্লগ মাস্টার বলেছেন: যামুনি ভাই।
তয় ভাই এহন লক্ষ করে দেখলাম ক্যবল টোকা মারছে এখনও চেপে বসে নাই । আর চেপে বসলে কি করমু একটু বুদ্ধিসুদ্ধি দিয়েন।

১৫| ০৬ ই মে, ২০১৭ রাত ১:২৭

শাহরিয়ার কবীর বলেছেন:

নিজের খেয়ে কত যে, তাদের পরামর্শ দেই, তার কি ঠিক আছে? =p~

০৬ ই মে, ২০১৭ রাত ১:৩৭

ব্লগ মাস্টার বলেছেন: কি বলেন তাই বুঝি=p~

১৬| ০৬ ই মে, ২০১৭ রাত ১:৩৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমিন।

০৬ ই মে, ২০১৭ রাত ১:৩৭

ব্লগ মাস্টার বলেছেন: আমিন।

১৭| ০৬ ই মে, ২০১৭ রাত ১:৪০

ওমেরা বলেছেন: অনেক গল্প শুনেছি , আম্মু তো আর নেই এখন আম্মুর গল্পগুলো আছে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব । ইনশা আল্লাহ ।

০৬ ই মে, ২০১৭ রাত ২:০৩

ব্লগ মাস্টার বলেছেন: আমি আন্তরিক ভাবে দুঃখীত আপু, আসলে আমি না জেনে আম্মুর কথা মনে করিয়ে দিয়ে মনে কষ্ট দিয়েছি বলে । |-)
তবে এই ভাইটির দাবী সামুর সংসদে পাশ করায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

১৮| ০৬ ই মে, ২০১৭ রাত ১:৫৭

নাগরিক কবি বলেছেন: দোয়া আমি কিন্তু করি না। ( পাপীদের দোয়া কবুল হয় না)।

তবে আমি ভরসা রাখি, আপনি ভাল গান লিখবেন হয়ত!

০৬ ই মে, ২০১৭ রাত ২:০৫

ব্লগ মাস্টার বলেছেন: এটাই আমার মত মানুষের জন্য অনেক পাওয়া ভাই । শুভকামনা থাকল।

১৯| ০৬ ই মে, ২০১৭ রাত ২:২৯

মামুন ইসলাম বলেছেন: চমৎকার লেখা তবে আপনার এটা কবিতা নয় গান হয়েছে আর চাইলে আরো একটু ভাল হতো। !:#P

০৭ ই মে, ২০১৭ রাত ১:৩৮

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাইয়া আগামীতে আরো ভালো করার কথা ভাবতাছি।দোআ কইরেন ।

২০| ০৬ ই মে, ২০১৭ রাত ৩:৪২

ব্লগ সার্চম্যান বলেছেন: সুন্দর লিখছেন।

০৭ ই মে, ২০১৭ রাত ১:৩৮

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।

২১| ০৬ ই মে, ২০১৭ সকাল ৯:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো চেষ্টা, অনেক সুন্দর একটা গান হতে পারে ভাই। ভালো লাগলো।

শুভকামনা সবসময় আপনার জন্য।

০৭ ই মে, ২০১৭ রাত ১:৪০

ব্লগ মাস্টার বলেছেন: আমি আপনাকে এটা দিয়ে গান বাঁধার অনুরোধ করছি ভাই ।

২২| ০৬ ই মে, ২০১৭ দুপুর ১২:৪৬

লেখা পাগলা বলেছেন: ভালো লাগিল গানটি । B-)

০৭ ই মে, ২০১৭ রাত ১:৪২

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

২৩| ০৬ ই মে, ২০১৭ দুপুর ২:৫৯

মোস্তফা সোহেল বলেছেন: সব লেখাই যে ভাল হবে তা নয়। লিখতে লিখতে ভাল হবেই। শুভ কামনা রইল আপনার জন্য।

০৭ ই মে, ২০১৭ রাত ১:৪৩

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাইয়া ঠিকই বলেছেন।আপনার জন্যও শুভ কামনা রইল ।

২৪| ০৬ ই মে, ২০১৭ বিকাল ৩:০৮

মানবী বলেছেন: শিরোনামটা দেখেই ভালো লেগেছে।
ছবিটি দেখে আঁৎকে উঠেছি! মাথায় শিং, পোষাকবিহীন, লেজবিশিষ্ট বংশীবাদক আর যাই হোক মাআল করা বাঁশি বাজাতে পারবে বলে মনে হয়না!!! এমনকি ওটা মনের প্রতিচ্ছবি হলেও!



কবিতা/গান সুন্দর হয়েছে। ধন্যবাদ ব্লগ মাস্টারর।

০৭ ই মে, ২০১৭ রাত ১:৪৭

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

২৫| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: ইমোশনাল হইয়া গেছি! তবে আর একটু ব্যকরণিক কাজ-কর্ম করলে আরও ভাল্লাগতো!

০৭ ই মে, ২০১৭ রাত ১:৫২

ব্লগ মাস্টার বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

২৬| ০৬ ই মে, ২০১৭ রাত ৮:৩২

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালাই লাগল গীতি কাব্য ।

০৭ ই মে, ২০১৭ রাত ১:৫১

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।

২৭| ০৬ ই মে, ২০১৭ রাত ৮:৩২

আহমেদ জী এস বলেছেন: ব্লগ মাস্টারর ,




মোটামুটি লেগেছে গানটি । তবে বাঁশির তেমন সুরে মাতাল হবারই কথা ।
সহব্লগার "মানবী"র মন্তব্যের প্রথম অংশে সহমত ।

০৭ ই মে, ২০১৭ রাত ১:৪৮

ব্লগ মাস্টার বলেছেন: অনেক ধন্যবাদ স্যার আপনাকে ।

২৮| ০৬ ই মে, ২০১৭ রাত ৯:৪৩

মেহেদী বিন খাঁন বলেছেন: ভালো লিখেছেন.।



Salam, I present to you today, Mahadi’s Show Part 01, you Can see here and Click the link.. https://youtu.be/wQ8ruw8qyD4 and don’t forget to Subscribe my YouTube Channel . Adv. Thanks for Watching

০৭ ই মে, ২০১৭ রাত ১:৫৫

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাইয়া । ওখানে কিছু পাইনি :(

২৯| ০৬ ই মে, ২০১৭ রাত ৯:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে :)

০৭ ই মে, ২০১৭ রাত ১:৫৪

ব্লগ মাস্টার বলেছেন: অনেক ধন্যবাদ মেম আপনাকে ।

৩০| ০৬ ই মে, ২০১৭ রাত ১১:১৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মাস্টারকে অন্যরা শিখাতে হলেতো মুশকিল হয়েগেল।

০৭ ই মে, ২০১৭ রাত ১:৫০

ব্লগ মাস্টার বলেছেন: ভাইযে কি বলেন শিখার শেষ আছে ? এখনত আমাদের শিখারি সময় আপনাদের মত গুনীদের কাছ থেকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.