নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।

ব্লগ মাস্টার

আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।

ব্লগ মাস্টার › বিস্তারিত পোস্টঃ

সুখে থাকো তুমি যে মোর বড় প্রিয়জন

০৭ ই মে, ২০১৭ ভোর ৪:২৪


আজ কবিতার শুভ জন্মদিন
কবিতার মঙ্গল হোক এই কামনা
সুখে কাঁটুক তার প্রতিটাদিন
এই যে কামনা আমারো চিরদিন ।

কবিতা তোমার জন্য এই কবিতা লেখা
এ লেখা তোমার চোখে জানি না, পড়বে কি পড়বে না ।
পৃথিবীতা অনেক ছোট
হয়ত ঘুরতে ঘুরতে কখন হবে দেখা
সেদিন তুমি থাকবে অন্য কারো সঙ্গী হয়ে
আর আমি থাকব একা ।

চাই থাকো তুমি সুখে
তা দেখে যেন ভুলে যাই থাকি আমি যত দুঃখে ।
তোমার জন্যই এ কবিতার আয়োজন,
তাই দোয়া রইল সুখে থাকো তুমি যে মোর বড় প্রিয়জন ।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৭ ভোর ৫:২৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আইচ্ছা কবিসাহেব মাত্র একটা প্রশ্ন করতে চাই, প্রশ্নটা হলো , "সেদিন তুমি থাকবে অন্য কারো সঙ্গী হয়ে
আর আমি থাকব একা ।" কবিতা মেডাম সুখিত হলে আপনি কেন দুঃখিত হতে চান?

( বায় দা ওয়ে কবিতা পড়ে মন্তব্য করেছি। গতকাল এক কবির কবিতায় মন্তব্য করে মহাবিপদে পড়েছিলাম। )

০৮ ই মে, ২০১৭ বিকাল ৩:৩৬

ব্লগ মাস্টার বলেছেন: এটা কবিতা কিন্তু বাস্তব আরো কত নিরবতা।

২| ০৭ ই মে, ২০১৭ দুপুর ১২:৩৩

ধ্রুবক আলো বলেছেন: সে সুখী থাকুক, আপনিও কষ্ট নিবেন না! শুভ কামনা

০৮ ই মে, ২০১৭ বিকাল ৩:৩৭

ব্লগ মাস্টার বলেছেন: আমিও চাই সে সুখী থাকুক সেই ভালো হবে ।

৩| ০৭ ই মে, ২০১৭ দুপুর ২:২২

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা, তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না কবিতা, এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা। দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন পদ্ম পাতার জল। গুরু জেমস..


সবি মরিচিকা ওস্তাদ !!

০৮ ই মে, ২০১৭ বিকাল ৩:৩৭

ব্লগ মাস্টার বলেছেন: =p~

৪| ০৭ ই মে, ২০১৭ বিকাল ৩:০২

ওমেরা বলেছেন: স্যার আপনি যদি ছ্যাকা ভেংগে পড়েন তাহলে ছ্যাকা খাওয়া ছ্যাত্রদের উপদেশ দিবে কে ?

০৮ ই মে, ২০১৭ বিকাল ৩:৩৯

ব্লগ মাস্টার বলেছেন: কে আর দিবে নানি দাদিরা দিবে =p~

৫| ০৭ ই মে, ২০১৭ বিকাল ৫:১৫

ওমেরা বলেছেন: আমার লিখায় যে এত ভুল কেন হয় ! ছ্যাকার পরে খেয়ে হবে স্যার ।

০৮ ই মে, ২০১৭ বিকাল ৩:৪০

ব্লগ মাস্টার বলেছেন: কেন হয় ভুল ?
তবে ভুল থেকে জন্ম নেক কোন ভোরের ফুল।

৬| ০৮ ই মে, ২০১৭ বিকাল ৩:০৭

ঠ্যঠা মফিজ বলেছেন: কবিতা নিশ্চয় ভালো আছে ?

০৮ ই মে, ২০১৭ বিকাল ৩:৪১

ব্লগ মাস্টার বলেছেন: জী হয়ত আছে
হয়ত আমারি আশে কি পাশে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.