![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
আজ থেকে আগুন জ্বলবে ঘরে ঘরে
রবি ঠাকুরদের ঠাকুরগিরি নিয়ে কেউ কিছু লিখলে
জেলে দিমু তারে
তার মাথা আর থাকবে না তার গারে।
আজ তিনি আছেন মাটির তলে
অন্যায় অত্যাচার জুলুম
না হয় কিছু করছিল
তাকে অপমান করবে তোমরা তাই বলে।
তিনি ছিলেন গুরু
তিনি ছিলেন কবি
আহা! একি তার সন্মান
একি তার প্রতিছবি ।
তিনি না হয় ছিলেন একটু জুলুমবাজ
তাই বলে কি করবে তাকে অপমান আজ।
করেদেও তাকে ক্ষমা
রাজাবাদশাহারা হয় ওরকম একটু তিলকতমা ।
আজকের যুগে হলে হিন্দ রাজা
তারা উল্টে খেতে পারে না মাছটি ভাজা ।
সব দোষ যেন গহরে
কি আর লাভ কেঁদে দিবানিঁশি পহরে ।
চলো তাকে করি পনাম
হই তাতে মোরা যতই অপমান ।
তিনি হলেন মোদের গুরু
হয়ত তাকে দিয়েই বহু কিছু হয়েছিল শুরু ।
কবিদের আবার কিছের জাত কিছের ধর্ম
তাদের আসল পরিচয় তাদের ন্যায্য কর্ম ।
২| ১১ ই মে, ২০১৭ রাত ১২:০২
শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন +
৩| ১১ ই মে, ২০১৭ রাত ১২:১২
ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লিখছেন।
৪| ১১ ই মে, ২০১৭ সকাল ১০:৪২
নাইম রাজ বলেছেন: কি কমু ?
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১৭ দুপুর ১২:০২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: জমিদার প্রথায় জুলুম চলছে শুনলেও কবিগুরু রবীন্দ্রনাথের দ্বারা জুলুম কোথাও আমি শুনিনি।
ভালো লাগলো আপনার গুরুপ্রেম।