![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
গোপনে গোপনে চলছে কত প্রেম
চলছে নতুন নতুন কত জীবন বাজীর গেম
রাখেনা খবর পহরী
কত জনের কত কি হচ্ছে চুরি।
কত নতুন নতুন লেখক নিচ্ছে জন্ম,
আর করছে লেখা চুরি,
সবই যেন একই খেলার জুয়াড়ী,
নাইযে এদের কাজের জুড়ি।
আসলে স্মাট কার্ড,
কত জনের মাথায় পড়বে হাত,
সাধারন জনতার হবে পকেট খালি
আর কথায় কথায় তারা দিবে গালি
যারা ছিল সভ্য
তারা হবে বড় ইটর য়সভ্য ।
২৭ শে জুন, ২০১৭ দুপুর ১:১২
ব্লগ মাস্টার বলেছেন: ঈদমুবারক।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০১৭ সকাল ১১:২৭
শাহরিয়ার কবীর বলেছেন: আমার কবিতা তিন তাসের জীবনে পড়ে দেখতে পারেন ।
খুব সুন্দর লিখেছেন +