![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
জানি আমার জাগ্রত স্বপ গুলো কখনো,
তোমায় ছুঁয়ে দেখবে না,
আমার স্বপ্ন গুলো কখনো,
তোমার চোখে ধরা দিবেনা ।
কি বা আছে জীবনের সাধ,
কি বা আছে চাহিদা,
সবই রয়ে রবে,
শিহরনে সয়ে যাবে ।
জীবনের সবগুলো অপূর্ণ আকাঙ্খা,
শূণ্য বুকের মাঝে ধরা মরিচা,
ক্ষয়ে পড়বে জীবন আলো থেকে আধারে,
করবে হারানোর ব্যথায় মন খাঁ খাঁ ।
চূর্ণ বিচূর্ণ থাকিবে সকল আশা,
একেই বুঝি বলে এক মনের ভালোবাসা ।
একেলা একেলা বসিয়া,
আকাশপনে চাহিয়া,
যাবে নির্ঘুম কাটিয়া,
আমার স্বপ্নের রাতগুলো জাগিয়া জাগিয়া ।
প্রাণের মাঝে স্বপ্ন মধুর
যাই আমি একা একা আকিয়া,
তাই মরি ভাবিয়া,
কাঁন্দে প্রাণ ওগো মোর প্রাণের হিয়া ।
২৯ শে জুন, ২০১৭ দুপুর ১:৫০
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ।
২| ২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: জীবনের সবগুলো অপূণ্য আকাঙ্খা, অপূর্ণ হবে
আর শেষের দিকে সাধু চলিতের মিশ্রণ হয়ে গেলো যে
সুন্দর হয়েছে কবিতা
২৯ শে জুন, ২০১৭ দুপুর ১:৫১
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ আপুু।
৩| ২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪৮
শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ভাল লিখেছেন,তবে সাধু চলিত মিশ্রণ হয়ে কিছুটা শেষদিকে একটু পথ বিচ্যুত হয়েছে। তবুও ভাল,শুভ কামনা ভাই।
২৯ শে জুন, ২০১৭ দুপুর ১:৫৩
ব্লগ মাস্টার বলেছেন: দুুইটা মিশাইয়া দিছি ।
৪| ২৯ শে জুন, ২০১৭ দুপুর ১:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: দুইটার দুই মাত্রায় একটা ব্যবধান দিলে পাঠক আরাম পেত
২৯ শে জুন, ২০১৭ দুপুর ১:৫৫
ব্লগ মাস্টার বলেছেন: প্রেথম প্রেথম ত ভাই, সব ঠিক হইয়া যাবে। তয় দোআ কইরেন কইলাম ।
৫| ২৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
শাহরিয়ার কবীর বলেছেন: তার সাথে কি ঈদে শুভেচ্ছা বিনিময় হয় নাই নাকি !!
কবিতায় এতো ..................
০১ লা জুলাই, ২০১৭ রাত ১২:৩২
ব্লগ মাস্টার বলেছেন: নারে ভাই হয় নাই ।
৬| ২৯ শে জুন, ২০১৭ রাত ১০:৫৩
ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগল কবিতা।
০১ লা জুলাই, ২০১৭ রাত ১২:৩২
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ।
৭| ৩০ শে জুন, ২০১৭ রাত ২:৪৩
ওমেরা বলেছেন: ভাল লাগল ধন্যবাদ স্যার ।
০১ লা জুলাই, ২০১৭ রাত ১২:৩৩
ব্লগ মাস্টার বলেছেন: আপু আপনাকে ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩৯
ঋতো আহমেদ বলেছেন: এত হাহাকার কেন মাস্টার মশাই