![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
অনেক দিন ধরে
গড়ে তোলা তিল তিল করে,,
অনেক কষ্টের ফসল গড়া
হঠাৎ তা হয়ে যায় চূর্ণ বিচূর্ণ ।
জীবনটা এক ভাঙ্গা গড়া
যেন মনটা এক আদালত
বাস্তবতা প্রতি মুহুর্তে যেন মনে পরে,
শৈশবের বাল্যশিক্ষা আর সেই আদর্শিল্প পড়া।
শিক্ষার পরে আরো শিক্ষা
অবশেষ থাকে শুধু পদধূলীর আরাদনা,
পরাজিত আমলা অর্থের কাছে গুরুর দান শিক্ষা
পেতে হয় কর্মের বদলে মহা কানাইদের কাছে ধিক্ষা।
০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪
ব্লগ মাস্টার বলেছেন: কি বুঝলেন না মেম।
২| ০৫ ই জুলাই, ২০১৭ ভোর ৫:৫৯
নাইম রাজ বলেছেন: শিক্ষার পরে আরো শিক্ষা
অবশেষ থাকে শুধু পদধূলীর আরাদনা,
পরাজিত আমলা অর্থের কাছে গুরুর দান শিক্ষা
পেতে হয় কর্মের বদলে মহা কানাইদের কাছে ধিক্ষা।
কবিতার এ লাইনগুলো বাস্তবতা ফুটিয়ে তুলছে ।
০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
৩| ০৫ ই জুলাই, ২০১৭ সকাল ৭:১০
লেখা পাগলা বলেছেন: দারুন ।
০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬
ব্লগ মাস্টার বলেছেন: দারুন হয়েছে জেনে ভালো লেগেছে।
৪| ০৫ ই জুলাই, ২০১৭ সকাল ৭:৩৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: খুব সুন্দর একখান কবিতা লিখছেন পড়ে ভালো লাগলো ।
৫| ০৫ ই জুলাই, ২০১৭ সকাল ৮:০৬
blogermassud বলেছেন: দারুন কবিতা লিখেছেন ।
৬| ০৫ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৪৪
শাহ্জাদা আল- হাবীব বলেছেন: ভালো।
৭| ০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১৪
নতুন বিচারক বলেছেন: ভালো লেখেছেন ।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৭ রাত ২:৫৭
ওমেরা বলেছেন: কিছু বুঝলাম না স্যার ।