![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
তোমায় বলছি হে নারী
পড়েছ তুমি নীল শাড়ি,
দেখে মুগ্ধ আমি,
পাঠিয়েছি স্বজন তোমার বাড়ি,
দিয়ে হাতে নগদ অর্থ
দিয়ে মিষ্টি পান সুপারি,
তুমি হলে রাজী,
ডাকবে কাজী,
কবুল বলবে তুমি
বঁধু হিসেবে করবো বরণ তোমায় আমি ।
বাজবে সানাই ,
সাজবে বিয়ে বাড়ি ।
হবে বাসর,
মধুর মিলনের মাঝে দুটি জীবন বাঁদবে ঘর,
এইতো নিয়তী হয় আপন
কবুল বলার আগে থাকে যে পর,
অচেনাকে চিনে নেয়
ভালোবাসিয়া ফেলে দুজনকে দুজনার অন্তর ।
আর কি বলবো তোমাকে,
করেছ তুমি চুপি চুপি,
আমার এ মনটা চুরি,
তুমি হলে আমার স্বপ্নে দেখা নীল সুন্দরী ।
০৬ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৪১
ব্লগ মাস্টার বলেছেন:
২| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৪
শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর হয়েছে+
০৬ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৪১
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ।
৩| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:০০
রাজীব নুর বলেছেন: মন্দ নয়।
০৬ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৪২
ব্লগ মাস্টার বলেছেন: থ্যাঙ্কু।
৪| ০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২০
মামুন ইসলাম বলেছেন: বাহ চমৎকার ।
০৭ ই জুলাই, ২০১৭ ভোর ৬:৫৮
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫২
ওমেরা বলেছেন: ওকে স্যার নীল সুন্দুরী রাজী হল নাকি হল না সেটাও আমাদের কবিতার মাধ্যমে তখন না আমরাও একটু মিষ্টি খাব আপনার খুশীতে ।