![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
একটু অপেক্ষা,
আসছি তোমার পরশে বিলাতে নিজেকে,
বহুদিন নেওয়া হয়নি সৌরভ,তাই অপেক্ষায় ক্লান্ত তুমি,
আর একটু অপেক্ষা প্রিয় জন্মভূমি !
আসছি তোমার বুকে,নিজেকে ছোঁয়াতে,
আসছি, তোমায় আমি ভোরের কবিতা শোনাতে,
আসছি তোমায় নিয়ে,
শত শত স্মৃতি ডাইরীর পাতা ভরাতে !
আসছি তোমার বুকে বসে,
শীতের ধমকা হাওয়া আমার গায়ে জড়াতে ।
আসছি মায়ের মমতা ঘীরে,
আরেকবার পিছু তাকাতে ফিরে ।
তোমার জন্যই আমার পিছু ফিরে দেখা,
আর চাইনি তোমায় দেখতে আমি একা ।
০৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:১৩
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভায়া,
নতুন কিছু ধরেছেন ? থুক্কু মানে নতুন কোন লেখা পোস্ট করেছেন ?
২| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:১৬
শাহরিয়ার কবীর বলেছেন: দাদী /দাদা ,,,, সে কপাল মোর নাই !!! তাইলে কি আর কবিতা আসে !!! ভাবিয়া ভাবিয় লিখিতে হয় !!!
০৮ ই জুলাই, ২০১৭ রাত ২:৩৯
ব্লগ মাস্টার বলেছেন: ধূর মিয়া এই সব কি কন ? দাদী/দাদা হওনের কপাল নাই,কেন আপনি কি হিজড়া ? আমিতো সর্বখন নানা হওয়ার স্বপ্ন দেখি ।
আর বেশি ভাইবা কাম নাই অল্প ভাবনাই যা লেখার লেইখা ফালান
৩| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:০৮
ওমেরা বলেছেন: যান এয়ারপোর্ট থেকে বের হলেই বুঝবেন শীতের হাওয়া নাকি গরম হাওয়া ।ধন্যবাদ স্যার
০৮ ই জুলাই, ২০১৭ রাত ২:৪৪
ব্লগ মাস্টার বলেছেন: আপনি মনে কয় আমারে ধর দেহাইতেছেন । আমি কিন্ত সব আবহাওয়াই মানিয়ে নিতে পারি বলেদিলুম,ভয় দেখিয়ে কোন লাভ নাই।
৪| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ২:৫৭
শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা...... আমি পিচকা।।।
০৯ ই জুলাই, ২০১৭ সকাল ৭:২৭
ব্লগ মাস্টার বলেছেন: কত সাল চলিতেছে পাঁচ না ছঁয় । হাপ প্যান্ট পড়ুয়া ।
৫| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ৩:০০
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা লিববোনে!! ভাবের হাটে ভালো ভাব জমিয়েছেন।।
০৯ ই জুলাই, ২০১৭ সকাল ৭:২৯
ব্লগ মাস্টার বলেছেন: আই হারটামনো কবি হইতে ।
৬| ০৮ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০৪
ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লাগল ।
০৯ ই জুলাই, ২০১৭ সকাল ৭:২৯
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৭| ০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +++
বেশ ভালো লাগলো।
০৯ ই জুলাই, ২০১৭ সকাল ৭:৪২
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৮| ০৯ ই জুলাই, ২০১৭ ভোর ৫:০২
মামুন ইসলাম বলেছেন: চমৎকার ভাবনা আপনার ।
০৯ ই জুলাই, ২০১৭ সকাল ৭:৪৩
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:০৩
শাহরিয়ার কবীর বলেছেন:
ভালোবাসা জিন্দাবাদ .......
কবিতা সুন্দর হয়েছে +++