নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।

ব্লগ মাস্টার

আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।

ব্লগ মাস্টার › বিস্তারিত পোস্টঃ

ধর্ম

১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২১

যার যার ধর্ম ভাই তার তার কাছে
ধর্মে কি যায় আর কি আসে ?
মুসলিম পড় নামাজ পড় কুরআন
হিন্দু থাকো নিয়ে তোমার ধর্মমান !
খ্রিষ্ট থাকো নিয়ে গীর্জা আর ইনজ্বিল
তবে সবাই মিলে পড়া ভালো কুরান তফশীল

আমরা সবাই মানুষ,
একদিন সবাই হয়ে যাবো বেনুস ।
আমার বিশ্বাস আমার কাছে
আপনারটা আপনার আছে
প্রয়োজন নাই কোন খোঁচাখুঁচি
হুদাহুদি কি প্রয়োজন ভাই ভুলবুঝাবুঝি।

কেহ বলিবে ঈশ্বর কেহ আল্লা
কেহ আবার ডাকে ভগবান
তিনি সবার অন্তরেই করেন বসবাস
তিনি সবার কাছেই অদৃশ থাকেন সমান ।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ একদম ঠিক

যে যার ধর্ম সুন্দরভাবে পালন করুক-আমরা সব ধর্মকেই সম্মান করি

১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩২

ব্লগ মাস্টার বলেছেন: মন্তব্যের সাথে সহমত আপু।

২| ১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৩

নাগরিক কবি বলেছেন: সুন্দর

১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৩

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ।

৩| ১৩ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

কানিজ রিনা বলেছেন: একদম ঠিক বলেছেন খোচাখুচির অভ্যাসগুলকে হাজার বুঝাইলেও বুঝেনা।
আসলে কুত্তার লেজ ঘি দিয়ে টানলেও
সোজা হয় না। একেত মুসলিমরা দলে দলে
ভাগ হয়ে ঘোর বিপদে আছে। তারপর নাস্তিক
দল খুছাইতে থাকে। এরা বাপের খায় বনের
মহিষ তারায়। অসংখ্য ধন্যবাদ।

১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৩

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ রিনা আপু ।

৪| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ১০:০২

blogermassud বলেছেন: ভালো কথা বলেছেন ।

১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৪

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.