![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
ওপারে কিছের দোযখ কিছের বেহেস্ত
এপার থেকেই নিতে হবে সব,
বলে দিয়েছেন বিধানে মোদের রব !
মনে প্রশ্ন জাগে তবে কেন ঝগড়া কেন পাকরা
সবই যে তারই ইশারা ?
দিয়েছেন বুদ্ধি জ্ঞান,
করেছেন মোদের মাঝে বহু কিছু দান ।
তিনিই করেছেন ভালো মন্দের দুই পথ,
তিনিই করেছেন অসত আবার তিনিই করছেন সত।
দিয়েছেন শক্তি বল..............
বড় আশায় পেতে ভালো কিছু ফল।
দিয়েছেন দেহে মোদের প্রাণ,
শুধু গাইতে যে তারই গুনগান।
তিনি হন ভগবান হন ঈশ্বর,আল্লা,
তাহার হাতেই ভাই সকল পাপ,পুণ্যের পাল্লা ।
এ পৃথিবীর জমিনে,
চাষ করলে ভালো ফসল,
ওপারে ফলবে তাহারি ফল !
১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০৫
ব্লগ মাস্টার বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
২| ১৫ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৫৭
সাহিদা সুলতানা শাহী বলেছেন: কবিতা ভাল হয়েছে।
১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০৬
ব্লগ মাস্টার বলেছেন: অনেক ধন্যবাদ আপাজান ।
৩| ১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৩
ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর কাব্য।
১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০৭
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাই।
৪| ১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০৯
সামি হাসান২ বলেছেন: সাধু সাধু, কাব্যে ভারী মধু!
১৬ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০৩
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাই।
৫| ১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১৫
শাহরিয়ার কবীর বলেছেন:
কিছের < কিসের এটা কি ঠিক আছে ????
১৬ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০৪
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাই। ঠিক করে দিচ্ছি ।
৬| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কি ভাই এতা কবোত না গোলক ধাধা ।
১৬ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০৪
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৫৭
কানিজ রিনা বলেছেন: নিঃশন্দেহে সুন্দর কবিতা। তুমিই পাঠিয়েছ
তোমার কাছেই ফিরতে হবে। কেনইনা পাঠিয়েছিলে কিকারনে সে বিচার তোমার
হাতেই ক্ষমা কর হে বিশ্বভূবনের স্বামী। পাপ
পূর্নি ক্ষমা করে নিও তোমারই সৃষ্টির মানুষ
আমি। অসংখ্য ধন্যবাদ।