নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।

ব্লগ মাস্টার

আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।

ব্লগ মাস্টার › বিস্তারিত পোস্টঃ

যদি সব দলমত নির্বিশেষ হতো একটি দল ?

১৭ ই জুলাই, ২০১৭ রাত ১:৩৩


যদি সব দলমত নির্বিশেষ হতো একটি দল ?
তবে বাড়তো দেশের গায়ে আছে যত শক্তি আর বল,
থাকতো না সাধারণ মানুষে চোখের জল।
সকলে বুঝিতো সকলের দুঃখ কষ্ট,
অযথা বসে থেকে কেও করতো না সময় নষ্ট,
সবাই মিলিয়ে কাঁধে কাঁধ,
করতো যদি দেশের জন্য কাজ,
হায়রে সোঁনার বাংলায় অভাব অনটন থাকতো না আর আজ।

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ১:৫৫

ড.ঝঁটকা বলেছেন: মাস্টার ভাইয়ের গবেষণা ভুল আছে, এ সম্ভব হবার নয়।
আন্দোলন কারীর সাথে ঘাতক স্বভাবের মিল কেমনে হবে!!

১৭ ই জুলাই, ২০১৭ রাত ২:০২

ব্লগ মাস্টার বলেছেন: আমারটা আমার কবিতার কথা আর আপনার কথা হলো বাস্তবতা । আর বাস্তবতা বড় নির্মম।

২| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ৩:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কবিতার কল্পনা বিজ্ঞানের পরিশ্রমে বাস্তবে রুপ লাভ করে।

১৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১:২৩

ব্লগ মাস্টার বলেছেন: সত্যঅতি সত্য কথা বলেছেন ভাই ।

৩| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ৩:৩১

তোমার জন্য মিনতি বলেছেন: হবেনা কোনদিন

১৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১:২৪

ব্লগ মাস্টার বলেছেন: হলে কিন্তু ভালো হতো ।

৪| ১৭ ই জুলাই, ২০১৭ ভোর ৪:২১

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: যদি দলমত নির্বিশেষে হতো একটি দল
তবে খেলার মাঠে খুঁজে কেউ পেতনা ফুটবল
কোনভাবে হতনা যে উত্তেজনার গোল
হেরে যাওয়ার ভয়ে কভু হতনা কোন্দল
ক্ষমতা যাওয়ার ভয় কখনো করতো না তারা
জনগণের ডাকে তারা দিতো না সাড়া
স্বেচ্ছাচারী হয়ে যেত শাসকেরা সব
সাথের যত চ্যালাপ্যালা হতো বেয়াদব
জনগণের ঘারে উঠে চরত শাসকগন
তাদের উপর গড়তো তাদের রাজ সিংহাসন

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ৭:৩৬

ব্লগ মাস্টার বলেছেন: তখন বছর দু-এক পেত ভরে খেলে এক সময় আপনাআপি আর খাওয়ার রুচি থাকতো না সেই হিসেবে চুরির হার
কমে যেত ।

৫| ১৭ ই জুলাই, ২০১৭ সকাল ৮:১৯

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ভাল লিখেছেন

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ৭:৩৬

ব্লগ মাস্টার বলেছেন: শুভ সকাল ।

৬| ১৭ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৫৬

ব্লগ সার্চম্যান বলেছেন: সুন্দর লেখা ।

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ৭:৩৭

ব্লগ মাস্টার বলেছেন: ভালো কাটুক আপনার প্রতিটি ভোর ।

৭| ১৭ ই জুলাই, ২০১৭ সকাল ১০:২৭

চাঁদগাজী বলেছেন:


একজন বুদ্ধিমানের চেয়ে দু'জন বুদ্ধিমান ভালো।

একজন বেকুবের চেয়ে ২ জন বেকুব জঘন্য; ৩ বেকুবের কারণে দেশ ডুবে গেছে।

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ৭:৩৮

ব্লগ মাস্টার বলেছেন: সেইটা ভাবতে হবে ,

৮| ১৭ ই জুলাই, ২০১৭ সকাল ১০:২৮

চাঁদগাজী বলেছেন:



আপনার থেকে ১ম শ্রেণীর বাচ্ছার ধারণাশক্তি বেশী হওয়ার কথা

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ৭:৩৯

ব্লগ মাস্টার বলেছেন: বিগ্গানে কি এ বিষয় কিচু বলা হয়েছে ।

৯| ১৭ ই জুলাই, ২০১৭ সকাল ১০:২৯

চাঁদগাজী বলেছেন:


রাম ছাগলের জাতীয় সংগীত রচনা করার জন্য অভিনন্দন

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ৭:৪১

ব্লগ মাস্টার বলেছেন: অভিনন্দন গ্রহন যোগ্য তাই অভিনন্দন গ্রহন করা হলো ।

১০| ১৭ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৪১

মামুন ইসলাম বলেছেন: কবিতা ভালো হয়েছে কিন্ত এটা কখনো সম্ভব না ।

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ৭:৪২

ব্লগ মাস্টার বলেছেন: চাইলে আমরা সব পারি অসম্ভব বলে কোন কথা নাই ভাই।

১১| ১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০৮

তিক্তভাষী বলেছেন: চাঁদগাজীর বিরোধিতার কারণ বুঝলাম না। কবিতায় তো তার পছন্দের বাকশাল করার প্রস্তাবই দেয়া হয়েছে। মুহাম্মাদ খাইরুল ইসলাম ব্যাপারটা খোলাসাও করেছেন।

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ৭:৪৪

ব্লগ মাস্টার বলেছেন: তাইনাকি আমিতো বুঝতে পারি নাই ।

১২| ১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:১৪

শৈবাল আহম্মেদ বলেছেন: এত সুন্দর একটি কথা তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ।
এমন মনমানসিকতা যদি সত্যিই মাত্র এই তিন জনের মধ্যে সৃষ্টি হত-তাহলে আমাদের দেশ প্রকৃত্ব সোনার বাংলায় পরিনত হত। কিন্তু কপালে নাইকো ঘী ঠক ঠাকলে হবে কি..........! তাছাড়া পিছিয়ে পড়া ও অন্ধের বাংলায়-এমন নিরপেক্ষ ও ব্রট মনমানসিকতার মানুষ থাকাটাই কাল্পনিক।

২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৬

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ। ঠিক বলেছেন ।

১৩| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:৩৬

blogermassud বলেছেন: কাজের কথা বলেছেন ।

২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৭

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ।

১৪| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৪

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: লেখককে বলছি: বাস্তব সত্য হল । মানুষের চাহিদার কোন শেষ নেই । ইতিহাসকে সাক্ষি রেখে বলছি । যারা দীর্ঘ দিন ক্ষমতায় ছিল তারা ক্ষমতার অপব্যবহার করেছে । নিছক বিনোদনের জন্যে মানুষের জীবনকে তুচ্ছ জ্ঞান করতো ।

২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৬

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ। ঠিক বলেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.