![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
যত মনে পরবে পুরনো স্মৃতি,
তত তাকে করতে হবে ইতি !
না হলে জীবণে চলার পথে,
হয়ে যাবে বড় কোন ক্ষতি ।
লক্ষ পতি আর কোটি পতি,
সবাই চলে এক গতি,
সকলের মনে পড়ে,
হায়রে আমার কপাল পোড়া পুরনো স্মৃতি ।
যেমন পুরনো বছর যেয়ে নতুন বছর আছে,
পুরনো পাতা ঝরে যেয়ে তেমন নতুন পাতা জন্ম নেয় গাছে !
পুরনো স্মৃতি মন থেকে দিতে হয় মুছে,
তবে নতুন স্মৃতি ধরা দিবে এসে !
২০ শে জুলাই, ২০১৭ সকাল ৭:৩১
ব্লগ মাস্টার বলেছেন: শুভ সকাল ভাই ।
কবির পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন ।
২| ২০ শে জুলাই, ২০১৭ সকাল ৭:২৮
জগতারন বলেছেন:
কবিতা পড়ে মুগ্ধ আমি।
কবি'র প্রতি অভিন্দন।
২০ শে জুলাই, ২০১৭ সকাল ৭:৩১
ব্লগ মাস্টার বলেছেন: শুভ সকাল ভাই ।
কবির পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন ।
৩| ২০ শে জুলাই, ২০১৭ সকাল ৭:৪৪
মামুন ইসলাম বলেছেন: সৃতি নিয়ে চমৎকার কবিতা ।
২১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০৫
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ মামুন ভাই ।
৪| ২০ শে জুলাই, ২০১৭ সকাল ৯:২৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাইক দিলাম ।
২১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০৫
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ হাসু ভাই ।
৫| ২০ শে জুলাই, ২০১৭ সকাল ১১:২১
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: কবিতা সুন্দর হয়েছে ++
শুভ কামনা কবি!
২১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০৬
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ফেরিওয়ালা ভাই ।
৬| ২০ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৯
ধ্রুবক আলো বলেছেন: পুরোনো স্মৃতী মন থেকে মুছে দেয়া অনেক কঠিন!!
২১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০৭
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ধ্রুবক আলো ভাই ।
৭| ২০ শে জুলাই, ২০১৭ রাত ৯:০০
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো হয়েছে +
২১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০৭
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ কবীর ভাই ।
৮| ২২ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৪২
ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লেগেছে ভাই কবিতা ।
২৩ শে জুলাই, ২০১৭ রাত ১২:৩০
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
৯| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১২:৩৫
চিটাগং এক্সপ্রেস বলেছেন: পুরনো স্মৃতি মুছে ফেলা এত সহজ নয়।
মুছতে গেলে তা আরো হন্তারক হয়ে উঠে ।
২৩ শে জুলাই, ২০১৭ রাত ১২:৪৭
ব্লগ মাস্টার বলেছেন: হুম তাইতো দেখছি ।
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০১৭ সকাল ৭:২৮
জগতারন বলেছেন:
কবিতা পড়ে মুগ্ধ আমি।
কবি'র প্রতি অভিন্দন।