![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
করেছি তোমায় কত যতন
ভাবতাম তুমি হবে আমার আপন,
তোমার জন্যই হবে আমার উুঠান
অথচ হয়েছে আমার পতন !
আগে বুঝনি
বুঝতে পেরেছি এখন
তোমায় ভালোবেসে
আমি হয়েছি মদন !
০২ রা আগস্ট, ২০১৭ রাত ২:০৫
ব্লগ মাস্টার বলেছেন: জী মন যাহা চায়, বলিতে পারেন । ভুল মানুষের ছলনায় আমি হয়েছি মদন ।
২| ০২ রা আগস্ট, ২০১৭ ভোর ৬:০২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনি কেন মদন হতে গেলেন । আপনি জানেন না বেশি আশা ও বেশি বিশ্বাস করা ভালো না ।
০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১১:১০
ব্লগ মাস্টার বলেছেন: জী আগে বুঝি নাই এখন বুঝতেছি ।
৩| ০২ রা আগস্ট, ২০১৭ ভোর ৬:১০
তোফায়েল আহমেদ টুটুল বলেছেন: অন্তরের দুষ্ট মদনের চেয়ে আপনি অনেক উত্তম।
আক্ষেপ করবেন না দাদা ।
অবহেলা করে যে আপনাকে বানাল মদন ,
আসলে সে হারাল প্রকৃত হীরা মানিক রতন।
০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১১:১১
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাই ।
৪| ০২ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:১২
ব্লগ সার্চম্যান বলেছেন: সুন্দর কবিতা ।
০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১১:১২
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার ।
৫| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৯
বিজন রয় বলেছেন: ভালবেসে কেউ কখনো মদন হয় না।
বরং সমৃদ্ধ হয়।
উুঠান.......... এটি ঠিক করে দিন।
০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১১:১৩
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ। ঠিক আছে দিচ্ছি ।
৬| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৮
ধ্রুবক আলো বলেছেন: তোমায় ভালোবেসে
আমি হয়েছি মদন !
হা হা হা বেশ মজা বলছেন। তবে সত্যি বইলেছেন এমনই হয় ।
০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১১:১৪
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ প্রিয় ধ্রুবক আলো ভাই ।
৭| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:২১
ঠ্যঠা মফিজ বলেছেন: বেশ সুন্দর লাগল কাব্য ছড়া ।
০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১১:১৪
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৭ রাত ১:৫৩
কানিজ রিনা বলেছেন: মিস্টার মদন।