![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
এক সময়ের বাংলাদেশের জনপ্রিয় নায়ক সালমান শাহ এর মিত্যু নিয়ে বহু বিতর্ক
ঘটেছে ।অবশেষে আমেরিকা প্রবাসী নারী রাবেয়া সুলতানা রুবি বলেছেন সালমান শাহ
আত্মহত্যা করেননি,সালমান শাহকে হত্যা করা হয়েছে।রুবি আরো বলেছেন ওই খুনের সঙ্গে রুবির চীনা স্বামীও জড়িত ছিলেন ।রুবির দাবি সালমান শাহকে চীনাদের দিয়ে হত্যা করানো হয়েছে।আর সেই হত্যার সঙ্গে সালমান শাহ”র স্ত্রী সামিরার পরিবারও জড়িত ছিল। রুবি সালমান শাহর মা নীলা চৌধুরিকে উদ্দেশ করে কাতর কণ্ঠে বলেন,সালমান শাহ কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে,আর এই খুনের বিষয়ে আমি সব জানি।
০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১৫
ব্লগ মাস্টার বলেছেন: I have most of my favorites in Bangladesh and my favorite hero Salman Shah
২| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৩৬
হাসান কালবৈশাখী বলেছেন:
ভুয়া কথাবার্তা।
সালমানশাহর মা জাতীয় পার্টির নেতা নীলা চৌধুরি এটাকে হত্যা প্রমান করতে, সালমানের শশুরকে ফাসাতে সকল সরকারি চ্যানেল, সর্বশক্তি ব্যাবহার করেছিল,
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম ময়নাতদন্ত রিপোর্ট মানেনি।
মরদেহ কবর থেকে তুলে ২য় ময়নাতদন্ত নীলা চৌধুরির ইচ্ছায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করা হয়েছিল।
টাকা দিয়ে খুনি সাজিয়ে একজন জজমিয়াও হাজির করে আদালতে এনেছিল।
কিন্তু তার সবকিছু ভুয়া প্রমানিত হয়েছিল।
মিথ্যা মামলা, সাজানো শাক্ষি আনার অপরাধে নীলাচৌর বিরুদ্ধে তখনই ব্যবস্থা নেয়া উচিত ছিল।
১০ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫৮
ব্লগ মাস্টার বলেছেন: হইতে পারে আপনার কথাই ঠিক । তবে আমার ফেবারেত হিরো বলে হয়ত আমিও মনে করছি তাকে হত্যা করা
হয়েছে ।
৩| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১:৫৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: রহস্য আমার ভালো লাগে। তিন্নিকে কী অভি খুন করেছিল? সাগর-রুনীর ব্যপারে কেউ যদি এভাবে এগিয়ে আসতো...
১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০০
ব্লগ মাস্টার বলেছেন: কি করার আছে বলেন কেউ না এগিয়ে আসলে । আর আসবেই বা কেমন করে যে আসবে তাকেই উল্টা
জীবন হারাতে হবে ।
৪| ০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ৭:৩৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: খুন না আত্মহত্যা এই ব্যাপারটি নিয়ে প্রায় ২২ বছর ধরে মানুষ অন্ধকারে আছে? এর পরিস্কার ধারণা থাকা উচিৎ।
১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২৪
ব্লগ মাস্টার বলেছেন: ঠিক বলেছেন অনেক বছর হল এখন এগুলোর সঠিক বিচার হওয়া প্রয়োজন।
৫| ০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:২৮
ঠ্যঠা মফিজ বলেছেন: এর আসল খবর কি ?আসলে কি হয়েছিল কি কারনে তাকে হত্যা করা হয়েছিল ?
৬| ০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৫৫
প্রোলার্ড বলেছেন: সালমান মারা যাবার পরের বছরে তার মা রিজভী নামক একজনকে তার ছেলের হত্যাকারী বলে প্রচার চালিয়ে ছিলেন । সে সময়ে ব্যাপারটা নিয়ে বেশ তোলপাড় হয়েছিল । পরে সেটা আর কিনারা পায় নি।
সালমানের মৃত্যু নিয়ে এই খেলা হয়েছে কারণ সালমানের ইন্সুরেন্স এর টাকা । মৃত্যু আত্মহ্ত্যার ফলে হলে ইন্সুরেন্সের টাকা তেমন একটা পাওয়া যায় না।
৭| ০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:০৬
ধ্রুবক আলো বলেছেন: এটা ব্রেকিং নিউজ না এটা পুরান নিউজ। সব চক্রান্ত ছিলো সালমান শাহকে মারার জন্য।
৮| ০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৪
চিটাগং এক্সপ্রেস বলেছেন: সালমান সম্ভবত আত্মহত্যাই করেছিলেন
৯| ০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:২৩
মামুন ইসলাম বলেছেন: কোনতা সত্য আর কোনতা মিথ্যে কে জানে !
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০৮
সৈয়দ মেহবুব রহমান বলেছেন: A UNSOLVED MYSTERY
LOVE YOU FOREVER SALMAN SHAH