![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
খুব সহজেই পারো ভুলে যেতে,
পারো মন থেকে মুছে দিতে,
পারো টানতে প্রেমের ইতি,
পারো রেখে যেতে দুঃখ ভরা প্রেমের স্মৃতি।
মন হল মন দেখারি আয়না,
চলে না বন্ধু তার সামনে মিছে কোন বায়না !
প্রেমে ভাঙা মন,
কাঁদিতে কাঁদিতে পারিত যদি গড়তে কোন নতুন জীবন,
তবে সে তাই করিত,
এক চলে গেলে দুই করিত গ্রহন ।
আর নয় মনকে কোন মিছে স্বপ্ন দেখানো,
নয় কোন মিছে প্রেম শেখনো,
কাওকে আশা দিয়ে নয় করা নীরআশা,
সকলের জীবন রঙ্গীন করুক চির অমর ভালোবাসা ।
১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২১
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো আশাবাদ রেখে গেছেন ভাই।
ভালো লাগলো কবিতা
১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২২
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই। দোআ করিবেন ।
৩| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২০
তারেক ফাহিম বলেছেন: শেষাংশের চরনগুলো বাস্তব হওক।
১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২২
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ফাহিম ভাই।
৪| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
১১ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৯
ব্লগ মাস্টার বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা প্রিয় কবি।
৫| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩১
নীল আকাশের সাদা মেঘ বলেছেন: সুন্দর
১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:০০
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ শুভকামনা।
৬| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৯
ব্লগ সার্চম্যান বলেছেন: সুন্দর
১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:০১
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
৭| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১:৩৫
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে +
১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:০২
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ প্রিয় শাহরিয়ার কবির ভাই ।
৮| ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২০
চাঁদগাজী বলেছেন:
একটা সুন্দর প্রো-পিক নিন।
"নিহত", "আহত", "মৃত" ইত্যাদি সুন্দর কিছু নয়।
১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:২৮
ব্লগ মাস্টার বলেছেন: ভালো উপদেশ দেয়ার জন্য অনেক ধন্যবাদ ভাই। সামুতে আমি একজন মরা ব্লগারই । তাই এই পিকই আমার জন্য মানান সই ।
৯| ১২ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কবিতা ভালো লাগলোগো ভাই ।
১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৮
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ হাসু ভাই।
©somewhere in net ltd.
১|
১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৯
প্রামানিক বলেছেন: চমৎকার