![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
যেমন শ্রেষ্ঠ তিনি
সুন্দর এই ভূবন গড়েছেন যিনি !
তেমন তিনি মহান
আমাদের সেরাজীব বলে করেছেন সন্মান ।
যার দয়ায় আছি বেঁচে
চলছি এই পৃথিবীতে খেলে হেসে,
তিনি বড় দয়া ময়
তাকেই যে একমাত্র মোরা করব ভয় ।
ধর মন ধর,
তাহার শ্রেষ্ঠ বাণী কুরআন পড় ।
চল মন তুমি চল
তোমার অন্ধ মনের দড়জা খোল,
মুখে তুমি সর্বক্ষণ তাহার কথা বলো
যাহার দয়ায় এই পৃথিবীতে আসা হল।
যার দয়ায় তুমি দেখছ চোখে
যার দয়ায় বলছ কথা তুমি মুখে,
সে দিয়েছে তোমায় সব
সে যে তোমার মালিক রাব্বানা রব।
১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:২৯
ব্লগ মাস্টার বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি শাহরিয়ার ভাই।
২| ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো মাষ্টার ভাই। +++++
মনে হল গান লিখেছেন।
১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩০
ব্লগ মাস্টার বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় গীত কবি নাঈম জাহাঙ্গীর ভাই। চেষ্টা করেছিলাম কিন্ত পারি নাই।
৩| ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৬
প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ
১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৪
ব্লগ মাস্টার বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ছড়াকার প্রামানিক ভাই ।
৪| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৩৪
ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগলো ।
১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৬
ব্লগ মাস্টার বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় চিন্তাবিদ লেখক ব্লগ সার্চম্যান ভাই ।
৫| ১২ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধর মন ধর,
তাহার শ্রেষ্ঠ বাণী কুরআন পড় ।
চল মন তুমি চল
তোমার অন্ধ মনের দড়জা খোল,
মুখে তুমি সর্বক্ষণ তাহার কথা বলো
যাহার দয়ায় এই পৃথিবীতে আসা হল।
আপনার লেখাটা ভালোই লাগছে ।
১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৮
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ হাসু ভাই।
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১৩
শাহরিয়ার কবীর বলেছেন:
যেমন শ্রেষ্ঠ তিনি
সুন্দর এই ভূবন গড়েছেন যিনি !
তেমন তিনি মহান
আমাদের সেরাজীব বলে করেছেন সন্মান ।
ভালো লাগলো ++++