![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
তোমরা যতই কর অন্যায় অবহেলা
অবিলাসে দেখাও যতই লীলা,
কর নিয়ে নরও জাতিকে নিয়ে যতই খেলা,
তবুও তোমাদের জাত বদল হবে না,
তোমরা যে নারী জাত,
তোমরা এমনি হও,,
ভালোবাসো দেখিয়ে নিরব নিরালা,
হয়ে যাও সরলা,
মনে থাকে না কোন গড়লা,
আবার তোমরাই হও কখন বাঘিনী,
কখনো আবার রাগিনী,
কখনো বা ডাইনী,
তোমরা যে কত রূপের বাহিনী ।
তবুও লোকে বলে নারীর মন নরম,
নারীরা বড়ই অবলা
হচ্ছে ঘরে ঘরে অবহেলা,
হচ্ছে নারী নির্যাতিত দিবস বেলা।
আবার সেই তোমরা নারীরাই করছ
কঠর হাতে অন্যায়ের প্রতিবাদ,
তাই লোকে যা বলার বলুক
আমি পুরুষ হয়েও নারী তোমাদের ভয় পাই,
তোমরা নারীরা জানো সব,
তোমরা নারীরাই জিন্দাবাদ ।
ছবিঃ গুগল সার্চ ইঞ্জিন থেকে সংগ্রহ।
১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫২
ব্লগ মাস্টার বলেছেন: কমেন্টে মুগ্ধটা অনুভব করছি প্রিয় কবি ।
২| ১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০৭
শেলী আইয়্যান বলেছেন: wonderful!
১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১১
ব্লগ মাস্টার বলেছেন: আপনাকে আমার ব্লগে স্বাগতম।
৩| ১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০৭
শেলী আইয়্যান বলেছেন: wonderful!
১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১১
ব্লগ মাস্টার বলেছেন: আপনাকে আমার ব্লগে স্বাগতম।
৪| ১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৭
চিটাগং এক্সপ্রেস বলেছেন: নারীবাদ জিন্দাবাদ
১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০১
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাই।
৫| ১২ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পুরুষ জাতি ২ প্রকারঃ
১। জীবিত
২। বিবাহিত
বিবাহিত মানেই .........................(আপনি ২ নাম্বারে আছেন)
মনে রাখবেন ভদ্রলোক কখনো নারীর বিপক্ষে দাড়ায় না,
নিজেকে ভদ্র মনে করলে নারীর বিরুদ্ধে অভিযোগ,
অনুযোগ, বিরাগ পোষণ ত্যাগ করুন।
কি নিজেকে ভদ্র মনে করেন তো ? মরার আগে নিহত হয়েন না !!
১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০২
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাই। বেশি নারিবাদি হওয়াও ঠিক না ।
৬| ১২ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৮
শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: পুরুষ কি তবে মুর্দাবাদ!
সহযোগি হয়ে পথ চলতে দ্বিমত নেই,কেউ আগে কেউ পিছে ভাবলে সমাজই পিছাবে।
ভাল লিখেছেন,আশা করি পুরুষদেরটাও পাব নিশ্চয়।
১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০৩
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ।
৭| ১২ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো হয় নি ।
১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০০
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ হাসু ভাই।
৮| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫৪
ধ্রুবক আলো বলেছেন: ভালো চেষ্টা করেছেন।
১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০০
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৮
শাহরিয়ার কবীর বলেছেন:
তোমরা নারীরা জানো সব,
তোমরা নারীরাই জিন্দাবাদ ।
নারী কখনো মা
নারী কখনো বোন
নারী কখনো প্রেয়সী.....
কবিতা ভালো লাগলো +