![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
এই পৃথিবী ছেড়ে একদিন
সবাইকে চলে যেতে হবে সেদিন !
থাকবেনা আর কেহ
যাবে মিশে বাতাশে কাদা মাটি আর দেহ !
কি হবে গড়ে অর্থ সম্পদ ?
কি হবে দিয়ে অত অর্থ প্রাচুর্য ?
সবই সেদিন দেখা যাবে খালি চোখে,
সময় ধর শুধু ধৈর্য্য ।
১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৪
ব্লগ মাস্টার বলেছেন: কি আশায় বাধি ঘর।
২| ১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৩০
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে +
১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৫
ব্লগ মাস্টার বলেছেন: মাটির দেহ পরে থাকবে মাটিতে।
৩| ১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:১৫
নাগরিক কবি বলেছেন: কবিতা ছোট হয়েছে কিন্তু কিছু একটা মিসিং ( ব্যক্তিগত মতবাদ) , আপনার কি মনে হয়?
১৪ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৩
ব্লগ মাস্টার বলেছেন: আসলে আমি চিন্তা ভাবনা খুব কম করি ।
৪| ১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:১৫
নাগরিক কবি বলেছেন: ছোট ও সুন্দর হয়েছে *
১৪ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৪
ব্লগ মাস্টার বলেছেন: অবহেলায় যায় মন দিন কাঁটায়।
৫| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সময় ধর শুধু ধৈর্য্য.
ভাই, ভালা মাইর দিছেন এই লাইনে।
মাথা আউলা হয়েছে।
সময়, ধর, শুধু, ধৈর্য .
১৪ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৫
ব্লগ মাস্টার বলেছেন: চেষ্টা করছি ভাই তবে মনে হয় কিছু হয়ে উঠছে না।
৬| ১৪ ই আগস্ট, ২০১৭ ভোর ৪:০০
মামুন ইসলাম বলেছেন: চমৎকার কবিতা।
১৪ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৫
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০৩
বিজন রয় বলেছেন: সব মানুষ একদিন সব ছেড়ে চলে যাবে কৃষ্ণগহ্বরে।
কি আশায় থাকবো এই চরাচরে।
++++