![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
সেই আশা সেই আর্তনাদ
সবই একজনার জন্য,
সুখের দিনে,
কোন এক ঘনঘাটা কুয়াশা রাতে
হয়েছিল শেষ দেখা,
বদলে গেল সেই ভোরেই
ভাগ্যের রেখা,
অপমৃত্যু হল এক জুটি প্রেমের,
কেও দেখেনি কেও বুঝেনি
বেদনা আর দুঃসহ যন্ত্রণা
যা কখনো সুখ দেয়নি
দিয়েছে শুধু অভিশপ্ত জীবনের কুমন্ত্রনা ।
১৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৪
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ।
২| ১৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: অপমৃত্যু হল এক জুটি প্রেমের,.........যখন তখন এমন অপমৃত্যু হতে পারে জেনেও সবাই প্রেম করে, বিপরিত চিত্র ঘটছে অহরহ।
১৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৪
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০১
ব্লগ সার্চম্যান বলেছেন: সুন্দর কবিতা ।