নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।

ব্লগ মাস্টার

আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।

ব্লগ মাস্টার › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের জন্য বিয়ার বৈধ এবং ওপেন করে দেয়া হোক

২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৩


আমরা জানি আমাদের সমাজের চারপাশে ছঁড়িয়ে ছিটিয়ে ভয়াল রূপে জায়গা করে নিয়েছে ইয়বা ট্যাবলেট।একটা সময় যখন অনেক
ছোট ছিলাম,তখন শুনতাম হিরনের কথা যে,ওটা নাকি পৃথিবীর সব থেকে সেরা ভয়ানক মাধক ছিল,যা একবার ধরলে আর ছাড়া যেত না।
আর এখন সে জায়গা দখল করে নিয়েছে ইয়াবা ট্যাবলেট যা একবার কেউ খাওয়া শুরু করলে নাকি আর ছাড়তে পারে না।
আর এই ইয়াবার জন্য শত শত লোকের যেমন জীবন ধংস হচ্ছে তেমন ক্ষয়ক্ষতি হচ্ছে।একজন ইয়াবা সেবনকারীর প্রতিদিন
কমপক্ষে নাকি পাঁচ থেকে দশ,বারোটিও প্রয়োজন হয়,আর প্রতিটি ইয়াবার দাম প্রায় ৩০০ থেকে শুরু করে আরো অনেক ওপরে।
আমার দেখা মতে যে কোন মাদকই যুব সমাজকে ধংস ছাড়া গড়ে তোলার ভূমিকা রাখেনা,ততরূপ একবার যদি কোন নেশা জাতিয়
মাদক দ্রব্য আমাদের যুব সমাজে প্রবেশ করে তার বিকল্প কোন মাদক না আসা অবধি সে টুঙ্গে ওঠে থাকে যেমন,তেমন তাকে
কোন ভাবেই বন্ধও করা যায় না।যতই চেষ্টা করা হোক সেটা কোননা কোন ভাবে বেঁচে থাকেই।হয়ত মন্ত্রী লেবেল নয়ত পুলিশ প্রশাসন
কে টাকা পয়সা দিয়ে মাদক ব্যাবসায়ী তার ব্যবসা চালিয়ে নেন ।আর তখনই একটাকার মাদক হচ্ছে একহাজার টাকা ।তাই বাংলাদেশে
কমক্ষতি জনিত মাদক হিসেবে বিয়ারকে বৈধ এবং ওপেন করে দেয়া যায়।

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫১

ফেল কড়ি মাখ তেল বলেছেন: আপনার সাথে একমত। কিছু ওপেন বার বা ক্লাব এর লাইসেন্স দেওয়া হোক। দেশিয় লোকদের কর্মসন্থান হোক।

২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৯

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ এতে যেমন দেশিয় লোকদের কর্মসন্থান হবে তেমন অনেক ঝুকিপূর্ণ মাদকও বন্ধ হয়ে যাবে।

২| ২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১৪

রাজীব নুর বলেছেন: এই সব অখাদ্য আমি খাই না।

২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২৮

ব্লগ মাস্টার বলেছেন: যারা খাইনা তাদের মত আর সৌভাগ্যের লোক হয় না।আর যারা একবার ধরেছে তারা মরেছে ।

৩| ২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২০

কাউয়ার জাত বলেছেন: কুইনাইন জ্বর সারাবে। এরপর কুইনাইন সারাবে কে?

২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২৯

ব্লগ মাস্টার বলেছেন: ১০ মাত্রা থেকে ২ বা ১ নামিয়ে আনাটা ভালো নয় কি ?

৪| ২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩০

নূর আলম হিরণ বলেছেন: ছোট ছিলাম,তখন শুনতাম হিরনের কথা আমি এসে গেছি :) যাই হোক ব্যাপারটা নিয়ে সমাজবিজ্ঞানীদের ভাবা উচিত।

২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৬

ব্লগ মাস্টার বলেছেন: না ভাবলে যুব সমাজকে ইয়াবার থাবা থেকে বাঁচানো অসম্ভব হয়ে পড়বে ভাই । আর এখনি ভাবার সময়।

৫| ২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪০

নতুন বলেছেন: ভাই ইয়াবার নেশা কখনোই বিয়ারে ছাড়বেনা।

আর শুরুটা হয় সিগারেট থেকে... তারপরে আস্তে আস্তে উপরে উঠতে থাকে...

সরকার যদি চায় দেশ থেকে মাদক ব্যবসা নিমুল করতে সেটা সম্ভব। সরকারের সদইচ্ছা থাকতে হবে।

হাজার খানেক মাদক ব্যবসায়ী মেরে ফেলতে হবে।

২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৮

ব্লগ মাস্টার বলেছেন: নতুন ভাই আপনি যে ভাবছেন সেটা যেমন খারাপ না তেমনি আমাদের দেশের সরকার বা প্রশাসন কখনই সেটা পারবে না।
পারলে মারার প্রয়োজন ছিল না শুধু মাত্র ভালো কিছু মাদক নিরাময় কেন্দ্র সাথে চিকিৎসার ভালো সুব্যবস্থা থাকলেই চলতো।
বিয়ারটা ওপেন যখন করে দিবে তখন ইয়াবা সহ অন্যান্য ঝুকিপূর্ণ নেশাগুলো কঠর ভাবে নিষেধ করতে হবে ।
ধন্যবাদ ভাই।

৬| ২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:০২

ব্লগ সার্চম্যান বলেছেন: কোন নেশাই সমাজের জন্য কল্যান ময় না।

৭| ২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৪

কানিজ রিনা বলেছেন: আমার স্বামী নামক মহাশয় দেখতাম হুইস্কির
ব্রান্ডির সাথে বেয়ারও খেত। বেয়ার একরকম
মদ। আপনার বেয়ার খাওয়ার উপদেশ ঠিকনা
ধন্যবাদ।

৮| ২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৪

নতুন বলেছেন: লেখক বলেছেন: নতুন ভাই আপনি যে ভাবছেন সেটা যেমন খারাপ না তেমনি আমাদের দেশের সরকার বা প্রশাসন কখনই সেটা পারবে না।
পারলে মারার প্রয়োজন ছিল না শুধু মাত্র ভালো কিছু মাদক নিরাময় কেন্দ্র সাথে চিকিৎসার ভালো সুব্যবস্থা থাকলেই চলতো।
বিয়ারটা ওপেন যখন করে দিবে তখন ইয়াবা সহ অন্যান্য ঝুকিপূর্ণ নেশাগুলো কঠর ভাবে নিষেধ করতে হবে ।
ধন্যবাদ ভাই।


ভাই ইয়াবাকি কঠর ভাবে নিষেধ নাই????

এটা সরকারী/বিরোধী দলের নেতা কমী`রা ব্যবসা করে তাদের প্রভাব খাটিয়ে।

বিয়ার একটা কম্পানী বিক্রি করবে.... তাই কখনোই মাদক ব্যবসা কমবে না। বিয়ার দিয়ে শুরু করবে জনগন এলকোহল খাওয়া

পরে আপনার বন্ধুরা বলবে.... তুই বিয়ার খাস...ঐটা তো বাচ্চাদের ফিডারে ভরে খেতে হয়... আসল জিনিস ইয়াবা... খেয়ে দেখ।

নেশার শুরুটা হয় সিগারেট থেকে....

৯| ২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মানুষকে মদ না খাইয়ে দুধ খাওয়ানোর ব্যবস্থা করুন।আপনেরা সিনিয়র ব্লগার মানুষ এসব কথা লেখলে হয়। :)

১০| ২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৪

নিউ সিস্টেম বলেছেন: কম দাম হিসেবে গাঁজাও খাওয়া যেতে পারে যতসব আজাইরা পেচাল :(

১১| ২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৫

মানিজার বলেছেন: বিয়ার ওপেন করে দিতে পারে । তবে কথা অইল সেটার দরকার কি যেখানে কিছু চাইলেই পাওয়া যাচ্ছে জিনিসটা ।

১২| ২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০১

রক বেনন বলেছেন: বিয়ার তো ওপেন ই আছে। আপনি চাইলেই লাইসেন্স করা দোকান থেকে বিয়ার বা অন্য দেশি মদ (কেরু এন্ড কোং) কিনতে পারবেন। যেটা ওপেন ই আছে সেটা আবার নতুন করে কি ওপেন করবে?

১৩| ২০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০১

ফেল কড়ি মাখ তেল বলেছেন: দেশে ক্লাব বিয়ারের বার হলে কানিজ আপার প্রিয়র আর বিদেশে যেয়ে মদের পিছনে ডলার খরচ লাগতো নাহ, দেশের টাকা দেশে থাকতো। এখন সুধু সুধু টাকা গুলো বিদেশে পাচার হয়ে যাচ্ছে।

১৪| ২০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: খারাপ দিয়ে খারাপ দূর করা যায় না। আইন কঠোর হলে আর পুলিশ ঘুষ খেয়ে আসামী ছেড়ে না দিলে এসব বন্ধ হয়ে যাবে...

১৫| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০১

ধ্রুবক আলো বলেছেন: বিয়ার বৈধ করে দেয়া মানেই এটা এক সময় নেশা বৈধকরণ করা আরকি।

১৬| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২৪

মাহিরাহি বলেছেন: কোন নেশাই সমাজের জন্য কল্যানময় না।
মানুষকে মদ না খাইয়ে দুধ খাওয়ানোর ব্যবস্থা করুন।
খারাপ দিয়ে খারাপ দূর করা যায় না।
বিয়ার বৈধ করে দেয়া মানেই নেশা বৈধকরণ

১৭| ২১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:০১

মোস্তফা সোহেল বলেছেন: একটা নেশাকে কমাতে গিয়ে আরেকটি নেশা বৈধ করার কোন যুক্তি আমি দেখিনা।
নেশার ব্যপারে সরকারকে কঠোর হতে হবে।

১৮| ২১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: খারাপ বলেন নি ।

১৯| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৫

এডওয়ার্ড মায়া বলেছেন: আমিও বিয়া কর্লাম ,সবিতা ভাবিও বিধবা হইল !

২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৮

ব্লগ মাস্টার বলেছেন: হা হা হা হাসতে নাই মানা ।

২০| ২২ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:১৫

ঠ্যঠা মফিজ বলেছেন: হুম কি বলছেন ভাই মাথা ঠিকঠাক আছে আপনার ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.