![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
চলো নারী সে পূর্বের কথায় ফিরে আসি,
হ্যা তোমায় ভালোবাসি,
আর তাই আমার দেয়া সব কথা রেখেছি,
কিন্ত তুমি রাখোনি,তবু দেখেছি !
ছিলাম আমি যখন তরুণ,
বুঝেছি তখন অর্থ ছাড়া জীবন কত করুন !
হয়েছে তোমার সাথে আমার কত ভুলবোঝাবুঝি
তবুও সেই আমরাই আমাদের, দুজন দুজনার মাঝে করি খোজাখুজি !
না পারলে তুমি ভুলতে,না আমি,
দেরি হলেও আমরা বুঝতে পেরেছি,
জীবনের চেয়ে প্রেম বড় মূল্যবান ও দামী !
প্রেম করেছেন লাইলী মজনু,
প্রেম করেছেন শিরিন ফরহাদ আরো কতজন,
প্রেমেই বুঝি স্বর্গ নরক,আর ভক্তির ভজন,
সেটা যে প্রেম করেছে সেই বুঝে,
বোঝে না শুধু অতি প্রিয় আপন স্বজন ।
২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২০
ব্লগ মাস্টার বলেছেন: ঠিক আছে,
২| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৯
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সমস্যা এখানেই। যে বুঝার সে বুঝে না। বিধায় কষ্ট বাড়তে থাকে।
৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:০৮
ব্লগ মাস্টার বলেছেন: যে কষ্টের কোন সীমানা থাকে না।
৩| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৩
ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর লেখা ভালো হয়েছে ।
৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:০৯
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ।
৪| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:০৯
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ আপু।
৫| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫১
জাহিদ অনিক বলেছেন: ব্যক্তিগতভাবে মনে হচ্ছে ছবিটি আপনার লেখার মান কিছুটা হলেও খর্বিত করেছে
০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৬
ব্লগ মাস্টার বলেছেন: হুম ঠিক বলেছেন আগে বুঝি নাই ।
৬| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ২:০২
মোটা ফ্রেমের চশমা বলেছেন: এই কবিতার সাথে সাল্লু চাচার 'প্রেম রতন ধন পাইয়ো'র পোস্টার গেলো না!
০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৭
ব্লগ মাস্টার বলেছেন: ঠিক আছে ওটা সরিয়ে দিমু ।
৭| ২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৪
ব্লগ সার্চম্যান বলেছেন: অসাধারন ভালো লাগল ।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৮
ব্লগ মাস্টার বলেছেন: আপনাদের ভালো লাগাই আমার কাম্য ।
৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:২৩
সামিউল ইসলাম বাবু বলেছেন:
ঈদের শুভেচ্ছা জানবেন।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৮
ব্লগ মাস্টার বলেছেন: ঈদমুবারক ।
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:১২
মঈনুদ্দিন অারিফ মিরসরায়ী বলেছেন: হুম