![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
তোমার নগ্নতা আমায় করেছে নগ্ন
এ নগ্ন নয় দৈহিক,
নয় যৌবনের রসাদ সাধনের,
নয় কোন কলঙ্কমীত জীবন বধনের ।
এ নগ্ন তোমার দূর শোসনের
এ নগ্ন অন্ধকার মনের গোলিতে
জেগে থাকা কিছু পহরের।
করেছ তুমি মোর বস্র হনণ
সয়েছি আমি
করেছি তা অবিরত বহণ।
হয়নি বলা যা কখন,
পৃথিবীর আলো দেখেছি প্রথম যে প্রহর,
বশ্রহীণ ছিলাম আমি তখন,
যা হয়েছি আবার এখন ।
বার বার সেখানেই আমার জয়,
যেখানে বেদনার রং গুলো গাঢ় নীল হয় ।
তবে আকাশের বেদনার রং কেন কালো ?
আর সে কালোতেই দেখা দেয় বিদুৎ চমকে আশার আলো ।
নতুন করে বাঁচার স্বপ্ন জাগে,
গল্পের সমাপ্ত ঘোষণা করেছিলাম যেখানে রেখে,
মন বলে শুরু করি আবার সেখান থেকে।
১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৮
ব্লগ মাস্টার বলেছেন: সময় অল্প কাজে ব্যাস্ত ।
২| ২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৫
মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর, একরাশ ভাল লাগা।
১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৯
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ । শুভেচ্ছা নিবেন।
৩| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৪
নাইম রাজ বলেছেন: অসাধারন ।
১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪০
ব্লগ মাস্টার বলেছেন: আপনাকে ধন্যবা।
৪| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কবিতা ভাল লেগেছে
১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪০
ব্লগ মাস্টার বলেছেন: আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৩
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা ভাল হয়েছে +++
এতো দিন কই আছিলেন মাষ্টার ভাই?