![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
চাহিনা ছেড়ে যেতে এই সুন্দর ভূবন
রেখে সমতল মায়ার কুন্ডন ।
তবুও হবে যেতে
কালো আধারের সময় মেপে,
আছো যত পরসীস্বজন,
ছেড়ে সকল আপনজন ।
১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৪
ব্লগ মাস্টার বলেছেন: আমার এ গরীবখানায় আপনাকে স্বাগতম ।
আহা! পুলকিত করলেন ভাই শুনিয়ে কবিতা।
অনেক অনেক শুভকামনা থাকল সত্যপথিক শাইয়্যান ভাই।
২| ১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বেস্টঅব অনুকাব্য।
১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৪
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ মামা।
৩| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮
লেখা পাগলা বলেছেন: ভালো লাগা অনুকাব্য।
১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৫
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সুন্দর এ ভূবন ছেড়ে যেতে যদি মন চায়
মরিবার আহলাদ তবে ছেড়ে দিয়ে
আধারের জয়গান কভু না গেয়ে
পরসী-আপন সবাই তোমারই পথে ধায়।
+