নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।

ব্লগ মাস্টার

আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।

ব্লগ মাস্টার › বিস্তারিত পোস্টঃ

মাথায় আমার প্রচুর যন্ত্রণা

১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৫


মাথায় আমার প্রচুর যন্ত্রণা
আরতো কিছু ভালো লাগছে না,
সবাইকে বলে রাখা ভালো,
কি হলো ভাই কি হলো ?
চা,কফি বেশি পানে ঘুমের বারোটা বাজলো,
তাইতো মাথার এমন যন্ত্রণা
কি ভাইয়ুরা কিছু বুঝা গেল ?

যারা প্রচুর কফি এবং চা পান করেন তাদের জন্য দুঃখজনক কথা হল
তাদের চোখে সহজে নিদ্রা আসতে চায়না,আর একজন মানুষ
দিনে কমপক্ষ্যে ছয় থেকে আট ঘন্টা ঘুমাতে না পারলে
দেখা যাবে তার মাথা ব্যথা সহ নানা ধরনের রোগের উৎস।
যারা পর্যাপ্ত ঘুমাতে চান তারা বেশি চা এবং কফি পান থেকে বিরত থাকুন
না হলে দেখা যাবে আপনার ঠিক মত ঘুম না হওয়ার কারনে আপনি মাথা ব্যথা সহ
বিভিন্ন রোগের ভুগতভুগি হচ্ছেন। বিশেষ করে আপনার মাথাব্যথার সমস্যাটা
সকালেই বেশি দেখা যায়।আর এর কারন হিসেবে গবেষকরা মনে করছেন
আপনার পর্যাপ্ত ঘুম হচ্ছেনা।আপনার যদি পর্যাপ্ত ঘুম না হয় তাহলে আপনার
ফাইট হরমোন চাঙ্গা হবে আর তার ফলে আপনার হৃদস্পন্দন বেড়ে যাবে তাতে
রক্তচাপ ও স্ট্রেস বৃদ্ধি পাবে এবং মাথাব্যথাও হবে প্রচুর।শুধু চা,কফি পানেই না রাতে
যদি ঘুমাতে যাওয়ার আগে আপনি অ্যালকোহল পান করেন তাহলেও সকালে মাথাব্যথা হতে পারে।
আর তার ফলে করে ডিহাইড্রেশন, মস্তিষ্কের রক্তপ্রবাহও কমে যায় এবং মাথাব্যথা বৃদ্ধি হয়।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৮

রাজীব নুর বলেছেন: হুম।

১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪১

ব্লগ মাস্টার বলেছেন: বেশি বেশি ঘুম ।

২| ১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫১

শাহরিয়ার কবীর বলেছেন:
মাষ্টার স্যার, মাথাটা কেটে ফেলতে পারেন।। মুশকিল খতম ।।। :)


ভাল লিখেছেন+

১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৭

ব্লগ মাস্টার বলেছেন: ঠিকিতো আগে মনে ছিল না। :)

৩| ১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো পরামর্শ ও সতর্কবাণী, ভালো লাগলো পোষ্ট

১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৯

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ নাঈম জাহাঙ্গীর নয়ন ভাই ।আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগল।

৪| ১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

ধ্রুবক আলো বলেছেন: ভাল পরামর্শ মূলক পোষ্ট। ধন্যবাদ।
তবে কফি না হলেও চা খাওয়া থেকে বিরত থাকা খুব কঠিন।

১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০০

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাই ঠিক বলেছেন।

৫| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১১

নাগরিক কবি বলেছেন: মাথা না থাকলেও মাথার কোন সমস্যা না :)

১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০০

ব্লগ মাস্টার বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.