![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
তুমি কি বিশ্বাস করবে ?
হ্যা প্রিয়া বলছি তোমায়,
আমি তোমারি আশায়!
আজো পথ চেয়ে বসে থাকি ,
তুমি কি করবে বিশ্বাস ?
আজো তোমায় নিয়ে আমি রঙিন স্বপ্ন আঁকি ।
জানি প্রিয়া করবে না বিশ্বাস ,
কেন করবে না ?
আজ তুমি অন্যকারো ঘরের পাহারাদার,
নিঃস্ব বুক আমার,
বিরহে জ্বলে পুড়ে যন্ত্রণায় করছে আহাকার!
আজ এমন দৃশ্য কেহ নাই যে বন্ধু দেখার ।
২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:০১
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।
২| ১৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বাহ! দারুন কবিতা আপনার ।
২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:০২
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ হাসু ভাই।
৩| ১৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৯
চাঁদগাজী বলেছেন:
ভালোবাসার বড় দিক, ইহা ক্ষণস্হায়ী
২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:০২
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই।
৪| ১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৯
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো হয়েছে++
(আজকাল ব্লগে কম দেখি মাষ্টার ভাই, কেমন আছেন?)
২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৫
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাই।
আছি ভালো। কাজে ব্যস্ত হাতে একদমই সময় কম পাচ্ছি তাই ব্লগে তেমন একটা সময় দিতে পারছি না ভাই।
তা আপনার খবর কি ?
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:১২
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।