![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
যদি, আমায় ভুলে যেতে চাও তুমি,
তবে ভুলে যাও,
কোনও কৈফিয়ত চাইবোনা আমি !
শুধু ভুল বুঝোনা আমায়,
তোমার কাছে এইটুকো দাবী,
সর্ব জীবন ভরে থাকুক তোমার ভালোবাসার কানায় কানায় ।
জীবনের লেনাদেনা সব হল অজানা,
সব চেনা হয়েও আজ সব যেন অচেনা !
ওকেই বুঝি বলে ভালোবাসা,
দুঃখে ভরিয়ে দেয় জীবনে হয়ে যায় বড় সর্বনাশা ।
কেহ যেন আর না করে পাণ,
চলে গেলে যাক জান ,
তবুও থাকবে বেঁচে,
যদি মনে না তুলে নেয় এমন নিষ্ঠুর প্রেম নেশা ।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:১৯
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ হাসু ভাই।
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৬
ইমু সাহেব বলেছেন: ভাল্লাগছে ....
০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২০
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ইমু ভাই।
৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২১
ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২১
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৯
কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: দারুণ লিখেছেন।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২১
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখক।
৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১১
সনেট কবি বলেছেন: দারুণ
০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৮
ব্লগ মাস্টার বলেছেন: আজ দেখলাম হয়েগেছে।
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কবিতা সুন্দর।