![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
চৈত বৈশাখ তার পর জৈষ্ঠ আষাঢ়,
সময় হয় মৌ বনে মধু নেবার।
ষোল পেরিয়ে আঠারো,
তার পর হয় কুড়ি!
যৌবন পেরিয়ে সকলকেই হতে হয় বুড়ি ।
ধান আগে তার পর চাউল,
রমনী গুনবতি দিয়া হাত
চুলায় দিলে হয় তাতেই আবার ভাত!
নাইরে খবর,
এই দিনদুনিয়ায় কে বানাইলো দিন,
কেবা দিলো রাত।
পান খাইতে লাগে চূন,
পান্তা মাখাইতে নুন,
কেবা জানে সে কথা
সুন্দরি রমনীদের মিষ্টি কথার জালে রমকদের হতে হয় খুন।
১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৮
ব্লগ মাস্টার বলেছেন: হাচা কইছেন মফিজ ভাই
২| ১৩ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৩
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর কবিতা।
১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৭
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৪
ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দরি রমনীদের মিষ্টি কথার জালে রমকদের হতে হয় খুন। একদম সত্য কথা কইছেন ভাই মাষ্টার।