![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
তুমি কেমনে থাকবা সেই ঘরে ?
যে ঘর হইল দরজা জানালা ছাড়া,
মন সময় থাকতে জরো করো সেই ঘরেরি ভাড়া।
যতই তমি কর বাহানা,
সেদিন মন রেহাই পাবানা,
হবেনা বাকি কোনও লেনাদেনা।
জ্বালো মন আলো জ্বালো,
ধুয়ে মুছে করও পরিস্কার ,
আছে যত তোমার অন্তরে ময়লা কালো।
এখন থেকেই ভাবরে মন !
থাকবি সেদিন যে ঘরে
সেটাইকে তুই নে না মন তোর আপন করে
সময় ফুরালে পাবি না সময় তুই যে আর পরে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৪০
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাই শুভেচ্ছা ।
২| ২৪ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০০
কামরুননাহার কলি বলেছেন: ভালো লাগলো, কবিতাটি।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৪০
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ।
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভাল লাগল।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৪০
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাই।
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৬
ঠ্যঠা মফিজ বলেছেন: মনে ভয় লাগিয়ে দিলেন।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৪১
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাই শুভ ব্লগিং ।
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৯
করুণাধারা বলেছেন: ভয় জাগল; ভাল লাগল।