নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।

ব্লগ মাস্টার

আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।

ব্লগ মাস্টার › বিস্তারিত পোস্টঃ

সামুও এখন দিন দিন নিহতের দিকে

০৫ ই মার্চ, ২০১৮ রাত ১২:০২


সামুর এমন করুন অবস্থা দেখে খুব কষ্ট লাগছে।কিছু বলার নেই যদিও এ গত ৬,৭ মাস ধরেই দেখছি ।
আজ ব্লগে ঢু মেরেই আমি কেমন জানি কু হয়ে গেলাম ।দেখছি অনলাইনে আছেন ৬৭জন ব্লগার,আর ২৪৬৪জন
ভিজিটর আছেন,মোবাইলে আছেন ২১৬০ জন ভিজিটর । অথচ পুরো ব্লগ পারায় শুধু ৬০ মন্তব্য পড়ছে কি না
সন্দেহ আছে ।যে অবস্থা দেখছি তাতে না আবার কদিন পর সামুর প্রোফাইলে আমার প্রোফাইলের মত নিহতের
ছবি ঝুলে । তার মধ্যে আবার নাই মডু,মডারেট তারাও তাদের মন খুশি মত ছুঁটিতে আছেন ।নাই নির্বাচিত
পোস্ট।ব্লগারও সে কারনে মনে হচ্ছে ব্লগ লেখে শান্তি পাচ্ছে না।কারন তারা জানেন যতই কষ্ট করে পোস্ট লেখুক
না কেন মডুদের মন চাইলে পোস্ট নির্বাচিত হবে আর মন না চাইলে হবে না সুতারাং যেমন খুশী তেমন পুষি। =p~

মন্তব্য ৩৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ১২:০৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এইতো মন্তব্য পেয়ে গেলেন।

০৫ ই মার্চ, ২০১৮ রাত ১২:৪২

ব্লগ মাস্টার বলেছেন: হায়রে কপাল,কপাল তোর নাম গোপাল।

২| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ১২:১১

Zinat Imam বলেছেন: লেখা চোখে পড়া মাত্রই মন্তব্য পেয়ে যাবেন

০৫ ই মার্চ, ২০১৮ রাত ১২:৪৭

ব্লগ মাস্টার বলেছেন: আসসালামুয়ালাইকুম রাহমাতুল্লাহে মোছামত জিন্নাত আপু ভালো আছেন ?

৩| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ১২:৩১

মলাসইলমুইনা বলেছেন: কিছু কিছু সময় এমন হয় নতুন লেখাগুলোতে মন্তব্য করার কিছু পাই না | পাতার পর পাতা লেখা অথচ মন্ত্যয় করার কিছু নেই |

০৫ ই মার্চ, ২০১৮ রাত ১২:৫২

ব্লগ মাস্টার বলেছেন: কেন মিয়াবাই ১৯ আর বিশ নয় অ তে অজগন আ তে আমটি আমি খাবো পেরে লিখবাইনযে। ;)

৪| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ১২:৪২

শাহরিয়ার কবীর বলেছেন: আহারে জীবন !! ;)


আগে সুন্দর দিন কাটাতাম !! :-B


০৫ ই মার্চ, ২০১৮ রাত ১২:৪৪

ব্লগ মাস্টার বলেছেন: বন্ধুরও বাড়ির জালালি কইতর আমারো বাড়ি আসেরে,
আগে কি সুন্দর গান গাইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম ! =p~

৫| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ১২:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: জালালি কইতরের আশা ব্লগিং করি না গো মেয়াবাই ;)

একটু বাংলা টাইপিং .... ;)

০৫ ই মার্চ, ২০১৮ রাত ১২:৫০

ব্লগ মাস্টার বলেছেন: ইটা আবার খিইটা কন মিয়াবাই । :P
বেশি টাইপিনে আঙ্গুল ব্যাথা হইয়া যাইবো =p~

৬| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ১২:৪৭

হংস বলাকা বলেছেন: যতার্থ বলেছেন

০৫ ই মার্চ, ২০১৮ রাত ১২:৫৪

ব্লগ মাস্টার বলেছেন: সে জন্যই মেয়াবাই থ্যাঙ্কে কু আপনাকে ;)

৭| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ১২:৫৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: কোন কোন পোস্টে ৩০-৪০ মন্তব্য চোখে পড়ে।

০৫ ই মার্চ, ২০১৮ রাত ১:০৬

ব্লগ মাস্টার বলেছেন: হেগুলাইন মনে কয় গ্রুপ ব্লগ চালায়।

৮| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ১:০৫

সুমন কর বলেছেন: হুম, চিন্তার বিষয় !!

০৫ ই মার্চ, ২০১৮ রাত ১:০৭

ব্লগ মাস্টার বলেছেন: কিমনা কি দাদু বাড়িতে বৌদি সহ সবাই ভালো আছেত । ;)

৯| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ১:০৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: তাইনাকি। এইখানেও এইসব চলে?!

০৫ ই মার্চ, ২০১৮ রাত ১:০৯

ব্লগ মাস্টার বলেছেন: আমার মনে কয় আপনার ভাবনা। ;)

১০| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ১:২৯

নূর-ই-হাফসা বলেছেন: আবার ব্লগে উৎসব ভাব আসবে । হয়তো সময় লাগবে । আশা করতে তঝ দ্বিধা নেই ।

০৫ ই মার্চ, ২০১৮ রাত ১:৪০

ব্লগ মাস্টার বলেছেন: হু সে আশাতো করাই যায়,আশায় বাদা বাসা । :)

১১| ০৫ ই মার্চ, ২০১৮ ভোর ৬:২৪

সৈয়দ ইসলাম বলেছেন:
যারা পুরাতন ব্লগার তারা মন্তব্যের পূর্বের উপরের মন্তব্যগুলো পড়ে। তারপর মন্তব্য করে; যেন একই মন্তব্য দু'বার না আসে, এটা সতর্করাও করে।

ব্লগ জিন্দা আছে থাকবে।

ধন্যবাদ।

১২| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৭:২০

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো কথা কইছেন এতকিছু ভেবে দেখি নাইক্কা।

১৩| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:২৭

খাঁজা বাবা বলেছেন: মন্তব্যের বন্যা :)

১১ ই মার্চ, ২০১৮ রাত ৩:০৭

ব্লগ মাস্টার বলেছেন: আপানার এত হিংসে হয় কেন ? =p~

১৪| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৪১

মোস্তফা সোহেল বলেছেন: বর্তমানে মন্তব্য কিছুটা কম তবে ভাল লেখায় ঠিকই মন্তব্য বেশি হচ্ছে।

১৫| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫০

রাজীব নুর বলেছেন: সহমত।

১৬| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৫

শামছুল ইসলাম বলেছেন: হা..হা... ভালোই বলেছেন: যেমন খুশি তেমন পুশি ।

১৭| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১১:২৫

কামরুননাহার কলি বলেছেন: হু ভাইয়া ঠিকই বলছেন ব্লগে সবাই থাকলেই কেউ কমেন্ট করতে চায় না। মনে হয় টাইপিং করতে তাদের হাতে ব্যথা পায়। =p~ =p~ =p~

১৮| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
ব্লগ কতৃপক্ষের উচিত অন্তত পক্ষে ২-৫ জন ভলান্টিয়ারকে দায়িত্ব দেওয়া নির্বাচিত পেজের জন্য। এতে করে সময় মতো ভালো লেখা গুলো নির্বাচিত পাতায় যাবে; ও ব্লগারদের আলোচনায় অংশগ্রহন করবে। ফলে ব্লগটি আর একটু সচল হবে।

১১ ই মার্চ, ২০১৮ রাত ৩:০৪

ব্লগ মাস্টার বলেছেন: উচিত ঠিহি কিন্ত................................... =p~

১৯| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৬

বারিধারা ২ বলেছেন: বিপরীত মতের ব্লগারদেরকে সামু একদম সহ্য করতে পারেনা। আমার পূর্বের ৬/৭টি নিক সামু ব্যান করে দিয়েছে কোন রকম নোটিস ছাড়াই। এই ব্যাপারটাই আমাকে সামুর সাথে লাগিয়ে রেখেছে। নইলে হয়ত এতদিনে সামু ছেড়ে চলে যেতাম।

১১ ই মার্চ, ২০১৮ রাত ৩:০৫

ব্লগ মাস্টার বলেছেন: প্লীজ চলে যাবেন না । :(

২০| ০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভুয়া পোস্ট।মরা মানুষ হলে আপনে লিখেন কেমনে ? ;)

২১| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:২৭

জোকস বলেছেন: মিয়াবাই, পোস্টু কইরা তো আপনি নিজেই হিডেন খাইয়া গেছেন।

২২| ০৭ ই মার্চ, ২০১৮ রাত ১১:০৫

নীলপরি বলেছেন: এসব পড়লে তো মন খারাপ লাগে !:(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.