![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
ছিলে তুমি আপন আমার
সেই তুমি হলে পর,
বাঁধতে চেয়েও তাই বাঁধা হলো না
তোমার আমার স্বর্গীও সেই প্রেমাঞ্জলি ঘর!
কথা ছিল থাকবে পাশে
বলবে কথা মন খুলে
যা বলার আছে,
সবই আমার কাছে !
কিন্তু কিছু না বলেই দিলে উড়াল,হয়ে উড়াল পাখী,
যাবে যখন যাও,
তবে একবার বলে দেও
কি করিয়া মনের দুঃখ বাঁধিয়া রাখি ।
১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১৬
ব্লগ মাস্টার বলেছেন: না আসলে এটা একটা পাবলিক ডোমিন আর সবচেয়ে বড় কথা হলো এখানে নিজের ব্যাক্তিগত লিং শেয়ার করা যে নিষেধ
সেটা ভুলে গেছিলাম তাই মনে পড়তে এবং মডুদের নজরে পড়ার আগেই সাইজ কইরা দিছি।
২| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১১
সৈয়দ ইসলাম বলেছেন:
কবিতার চেয়ে ছবি বড় হয়েগেছে! কবিতা খারাপ হয়নি, ভালই হয়েছে।
১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১৮
ব্লগ মাস্টার বলেছেন: হু তাই দেখছি কি আর করার।
৩| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১৪
তারেক_মাহমুদ বলেছেন: যে যাওয়ার সে যাবেই।
১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১৯
ব্লগ মাস্টার বলেছেন: হাইয়াত শেষ হলে কেউ আর ধরে রাখতে পারে না।
৪| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৯
কামরুননাহার কলি বলেছেন: চলে গেছে তাতে কি হয়েছে ।
একটি গান আছে না, কি যেনো- হুম মনে পড়েছে।
“চলে গেছো তাতে কি
সুন্দর একটা পেয়েছি.....”
এই গানটি গুনগুন করে গাইতে থাকে তাহলে মনে শান্তি পাবেন ভাইয়া।
১৬ ই মার্চ, ২০১৮ ভোর ৪:০৮
ব্লগ মাস্টার বলেছেন: আমার সুন্দর প্রয়োজন নেই ।আপনাকে অনেক বছর বাঁচিয়ে রাখুন খোদা।
৫| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫২
দিশেহারা রাজপুত্র বলেছেন: কী করিয়া....
১৬ ই মার্চ, ২০১৮ ভোর ৪:০৯
ব্লগ মাস্টার বলেছেন:
৬| ১১ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২৫
রাজীব নুর বলেছেন: অপরিপক্ক কবিত কবিতা।
১৬ ই মার্চ, ২০১৮ ভোর ৪:১১
ব্লগ মাস্টার বলেছেন: ধন্য হোলাম ভাই আপনার কথা শুনে।
৭| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ৮:১০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দারুন হইছে
১৬ ই মার্চ, ২০১৮ ভোর ৪:১২
ব্লগ মাস্টার বলেছেন: তাহলে মনে হয় আমি পারমু।
৮| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪০
মিরোরডডল বলেছেন: ছবিটা ভালো লেগেছে
১৬ ই মার্চ, ২০১৮ ভোর ৪:১৩
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ব্রাদার।
৯| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৫০
নীলপরি বলেছেন: মায়া ভাব আছে কবিতায় । ভালো লাগলো ।
১৬ ই মার্চ, ২০১৮ ভোর ৪:১৪
ব্লগ মাস্টার বলেছেন: সত্যি বলছেন পরিপা ?
১০| ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
চলে যায় যদি কেউ বাধন ছিড়ে..........................
কবিতা ভাল হয়েছে।
১৬ ই মার্চ, ২০১৮ ভোর ৪:১৫
ব্লগ মাস্টার বলেছেন: তাহলে এর পরে আরো ভালো করার চেষ্ঠা করন লাগবো।
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: রাতের পোষ্টটা সরিয়ে ফেলেছেন??
