![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
খোলা মন
যার প্রতিটি শব্দ যেন একেকটা বিসের্জন !
পৃথিবী নয় অনন্তকাল
থাকিবার নহে চিরকাল,
যেতে হবে গন্তব্য যেখানে শেষ,
সেই চির অচেনা কুটির খানায়
হবে না কাজ কোন বাহানায় !
যত কষ্ট অনুরাগ
করো তবে মন ত্যাগ,
জীবনের অর্ধেক সময় করলে ব্যায় ভুল পথে
সময়ে যাহা ঘটার তাই ঘটে,
যায়না ফিরানো
যায়না বিধির নিয়ম তাই ঘোরানো ।
১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:১৭
ব্লগ মাস্টার বলেছেন: হুম ঠিক বলেছেন।
২| ১৬ ই মার্চ, ২০১৮ ভোর ৫:২০
কালের সময় (২) বলেছেন: বাস্তবতার ছোঁয়া আছে আপনার লিখায়, তাই কবিতায় পেলাচ ।
১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:১৮
ব্লগ মাস্টার বলেছেন: হুম ভালো বলেছেন।
৩| ১৬ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১০
কানিজ রিনা বলেছেন: চির সত্য, এসেছি যখন যেতে তো হবেই।
তবুও কেন এত আশা পিছন ফিরে তাকাই
কি ভরসায় সামনে আগাই আর কিছুদিন
থেকে যেতে চাই হবে হয়ত তাই নয়ত নয়।
সত্যের কাছে পরাজয় মেনে নিতেই হয়।
নিজের ভুলেই ক্ষয় হয়েছি কঠিন বাস্তবতা
উপলদ্ধি জীবন ভর অনুভব করেছি। সাথে
আরও কিছু প্রান কষ্ট পাচ্ছে তবুও সান্তনা
দেই মনে আমার এপুড়া মনে হয়ত আল্লাহ্
প্রদত্ব তাকে দোশ দিয়ে তার কাছেই উপনিত
হই। এখন আসায় থাকি কখন আদেশ আসবে
যাব চলে পরপারে, সে কাল দেখব বলে।
আপনার সত্য কথনে বড় ভাল লাগা রেখে
গেলাম ধন্যবাদ।
১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:১৯
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ মেম।
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৮ ভোর ৫:১৪
হাফিজ বিন শামসী বলেছেন:
মানুষের মৃত্যু যে কম্পিউটারের মত নয় স্টিফেন হকিং এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন।