![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
প্রেমপত্র দিয়েছি ছেড়ে ঠিকাহীন,
জানি না পাবে কি পাবে না প্রিয়জন সে প্রেম পত্র ?
তবুও আছি বেঁধে আশা উত্তরের অপেক্ষায়,
ভরে ওঠুক মন প্রিয়তমের উত্তরে আছি বসে সে প্রত্যাশায়।
যদি নাই আসে কোনও উত্তর,
করবো না আত্মহত্যা,
নতুন করে কাউকে খুঁজে নিবো
নতুন করে বাঁচবো,
নতুন করে আশা বাঁধবো,
নতুন কাউকে নিয়ে আবারো স্বপ্ন সাজাবো।
এটা নয় কোনও কবিতা
তাই বলা চলে অকবিতা
আমি নই কবি
পারিনা অঙ্কন করিতে কোনও ছবি।
পারিনা বলতে প্রেমের কথা
এটাই আমার জীবনের বড় ব্যর্থতা।
২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১৫
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখক।
২| ২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কবিতা ভালো লাগছে ।
২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১৫
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ প্রিয় হাসু ভাই।
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩২
রাজীব নুর বলেছেন: ভালো।