![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
তোমরা এভাবে করোনা আমায় অপমান
হবে না ভালো এর পরিনাম,
জীবনের অনেক ছোট ছোট কষ্টগুলো
হয় স্টকের কারন,
আর তখনই জীবনতা হয়ে ওঠে অকারন,
করতে হয় মৃত্যুর স্বাদকে বরণ।
দিবেনা দিওনা,
চাইনে তোমাদের ভালোবাসা,
চাইনে তোমাদের প্রেম,
চাইনে মিথ্যে ভরসা,
চাইনে পাও তোমরা কষ্ট,
যে কষ্ট জীবনকে করে তুলে অভিশপ্ত।
থাকে যদি মনের আগ্রহ,
কি বা হবে দিয়ে দ্রোহ,
কি বা হবে করে বিদ্রোহ ?
২১ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৭
ব্লগ মাস্টার বলেছেন: অনেক শুভকামনা।
২| ২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: গুড রাইটিং।
২৪ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:২০
ব্লগ মাস্টার বলেছেন: থ্যাঙ্কু।
৩| ২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০৯
রাজীব নুর বলেছেন: সুন্দর।
২৪ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:২১
ব্লগ মাস্টার বলেছেন: থ্যাঙ্কু।
৪| ২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:২৯
ব্লগ সার্চম্যান বলেছেন: আরো ভালো কিছু লেখতে হবে।
২৪ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:২২
ব্লগ মাস্টার বলেছেন: ঠিক আছে ।
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪১
পদাতিক চৌধুরি বলেছেন: বিষাদের অভিব্যক্ততা ভাল,
কিন্তু জীবনের টাইমলাইনে,
তা নয়বা হোক কাম্য।
ধন্যবাদ,শুভেচ্ছা নিরন্তর।