![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
প্রিয়তমা,
তোমায় বহুবার খুঁজেছি,
পাইনি তোমার দেখা,
তবুও ভাবিনী নিজেকে আমি বড় একা !
তুমি দেখ বিশ্লেষন করে,
তোমার সব হারিয়ে গেছে
তবু প্রেম রয়েছে
থাকবে যুগের পর যুগ প্রেম বেঁচে !
থাকবে তুমি আমার প্রেমের মাঝে
হয়ে অমর,
থাকবো আমি তোমার প্রেমের মাঝে
হয়ে অমর !
হয়ত কখনো কখনো হয় অনুমান
ছিল সব কি স্বপ্ন,
আর সে স্বপ্ন দেখায়,
ছিলাম দুজনেই মগ্ন !
হয়ত সেখান থেকে হৃদয় নিয়েছে বিরতি,
তাইতো আর ফেরা হবে না সে পথে
করি যত মিনতি
শুনছো কি তুমি ওগো প্রিয়তমা মোর আরতি ।
২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩০
ব্লগ মাস্টার বলেছেন: একদম ঠিক বলছেন।
২| ২৫ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর কবিতায় +
২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩০
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ হাসু মামু।
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৫
তারেক ফাহিম বলেছেন: সত্যিকারের ভালোবাসাগুলে স্বপ্ন দেখায় হারিয়ে যায়
সবকিছু ঠিক থাকলেও পরিবেশ তাদের অনুকুলে হয়ে উঠে না।
কবিতায় +