![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
আজ নতুন প্রোফাইল সংযোগ করলাম কেমন হলো ? বেশ কিছুদিন পরে মনে হচ্ছে মিত্যু থেকে বেচে ওঠলাম ।
আমার স্বভাব চরিত্র আবার বাচ্চাদের মত কিনা তাই বাচ্চাদের প্রোফাইলি নিলাম ।
নিচের এটা কবিতার ছবি !
এই সুযোগে একটা কবিতা হয়ে যাক:
একদিন দুইদিন করে সাতদিন পর ফিরলাম বাড়ি,
আইসা দেখি বন্ধু আমার সাথে কইরাছে আড়ি,
কত আশা নিয়া বুকে,
ফিরলাম আমি বাড়ি,
দেখলাম স্বপ্ন জন্য কারি,
আইসা দেখি বন্ধু আমার কইরাছে আড়ি ।
কত রাগ কত অভিমান খেলাম কত ঝাড়ি
তবু দোহাই ভাংগো তোমার আড়ি,
যাবো তোমায় নিয়ে আমার বাড়ি !
বাজার থেকে এনে দিবো দামি শাড়ি,
দিবো এনে আরো রেশমি চুড়ি,
দেখবে তুমি এবার,
থাকবে না আনন্দের কোন জুরি
হবে সুখ এবার তোমারি !
০৩ রা এপ্রিল, ২০১৮ ভোর ৬:১৫
ব্লগ মাস্টার বলেছেন: শুভ সকাল।
২| ২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫২
ঠ্যঠা মফিজ বলেছেন:
০৩ রা এপ্রিল, ২০১৮ ভোর ৬:১৬
ব্লগ মাস্টার বলেছেন: চিন্তা করে কি হবে ।
৩| ২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৮
ক্লে ডল বলেছেন: বেশ!
০৩ রা এপ্রিল, ২০১৮ ভোর ৬:১৬
ব্লগ মাস্টার বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মিত্যু থেকে বেচে ওঠলেন??

ব্লগাররা ভালো থাকুক।