![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
ভারতের প্রথম মহিলা ডাক্তার আনন্দি গোপাল জোশির ১৫৩ তম জন্মবার্ষিকী মনে করতে শনিবার গুগল ডুডল তার ছবি দিয়েছে।
ডুডলটি ব্যাঙ্গালোরের শিল্পী কাশ্মিরা সারদো নির্মাণ করেছেন।১৮৬২ সালে ভারতে জোশি জন্মগ্রহণ করেন। তাঁর জীববৈচিত্র্য অনুযায়ী ১৮৮৬ সালেমাত্র ১৯ বছর বয়সে জোশি ডাক্তারী ডিগ্রি অর্জন করেন।জোশির সাহস ও দৃঢ়তা ছিল বেশ। জোশিকে তাঁর সিনিয়র
ডাঃ গোপাল রায় বিয়ে করেন।জোশির প্রগতিশীল চিন্তাশক্তি দেখে তার স্বামী গোপালরায়ও স্ত্রী জোশিকে অধ্যয়ন করতে বেশ উৎসাহিত করেন।সব থেকে বড় কথা হল তখন এমন একটা সময় ছিল যে,যখন মহিলাদের জন্য শিক্ষা বেশি গুরুত্ব দেওয়া হত না,ঠিক তখনই
আনন্দি জোশি পেনসিলভেনিয়া মহিলা মেডিকেল কলেজ থেকে মাত্র ২১ বছর বয়সে মেডিসিনে ডিগ্রী অর্জন করেন, বর্তমানে ড্রেক্সেল ইউনিভার্সিটি কলেজ অফ মেডিসিন নামে যেটা পরিচিত।সত্য কথা বলতে জোশি এতদূর পযন্ত যাওয়ার
পিঁছনে তার স্বামী গোপাল রায় এর সব থেকে বেশি অবদান রয়েছে। তবে আরেকটা দুঃখের কথা হল সে সময় পশ্চিমারা মানে
আমেরিকানরাও কোনও মেডিকেল কলেজে জোশি একজন ব্রাহ্মণ হওয়ায় তাকে কোন সুযোগ দিতে সম্মতি হননি।শুভ জন্মদিন জোশি আপনার।
তথসূত্রঃ ইন্টারনট নিউজ থেকে বাঙলয় অনুবাদকিত
৩১ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০৭
ব্লগ মাস্টার বলেছেন: নূরু ভাই আপনাকে শুভেচ্ছা জানাই।
২| ৩১ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভারতের প্রথম মহিলা চিকিৎসক আনন্দি গোপাল জোসী। তার প্রকৃতনাম আনন্দীবাঈ জোশী। জন্ম: ৩১শে মার্চ, ১৮৬৫ - মৃত্যু: ২৬শে ফেব্রুয়ারী, ১৮৮৭) । তিনি প্রথম হিন্দু নারী যিনি প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র যাত্রা করেন। আনন্দীবাই ১৮৬৫ খৃষ্টাব্দের ৩১ শে মার্চ ব্রিটিশ ভারতের থানে জেলার অন্তর্গত কল্যাণ গ্রামের এক রক্ষণশীল সমৃদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম গণপতরাও অম্রুতেশ্বর জোশী। শৈশবে তাঁর নাম ছিল যমুনা। ১৮৭৪ খৃষ্টাব্দে মাত্র নয় বছর বয়সে ঊনত্রিশ বছর বয়স্ক বিপত্নীক ডাকবিভাগে কর্মরত গোপালরাও বিনায়ক জোশীর সাথে তাঁর বিবাহ দেওয়া হয়। বিয়ের পর তাঁর নাম রাখা হয় আনন্দী। কোলাপুরে থাকাকালীন তিনি একটি সন্তানের জন্ম দিলেও উপযুক্ত চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়। তাঁদের সন্তানের মৃত্যু হলে গোপাল বিদেশের সংবাদপত্রে তাঁর স্ত্রীর চিকিৎসা বিজ্ঞান শিক্ষার জন্য আবেদন শুরু করেন। ১৮৮৩ খ্রিস্টাব্দের জুন মাসে আনন্দী নিউ ইয়র্ক পৌঁছন। সেখানে থিওডোরার সাহায্যে তিনি উইমেন'স মেডিক্যাল কলেজ অব পেনসিলভ্যানিয়াতে ভর্তি হন[৪] এবং ঐ কলেজের অধ্যক্ষা র্যাচেল বডলের সাহায্যে একটি বৃত্তি পেয়ে যান। আমেরিকায় অস্বাস্থ্যকর পরিবেশে থেকে, শীতের প্রকোপে ও অপুষ্টিতে কঠিন পরিশ্রম করে আনন্দী যক্ষ্মা রোগের কবলে পড়েন। কিন্তু এতদসত্ত্বেও ১৮৮৬ খ্রিস্টাব্দের ১১ই মার্চ আনন্দীবাঈ এমডি ডিগ্রী লাভ করেন। ডিগ্রী লাভের পর কোলাপুর রাজ্যের কিং অ্যালবার্ট এডওয়ার্ড হাসপাতালে যোগ দেবার জন্য আমন্ত্রণ পেলে তিনি দীর্ঘ সমুদ্রযাত্রার পরে অসুস্থ অবস্থায় ১৮৮৬ খ্রিস্টাব্দের ১৬ই নভেম্বর বোম্বাই ফিরে এসে হাসপাতালে কাজে যোগদান করেন। কাজে যোগদান করার কিছু দিনের মধ্যেই আনন্দী পুনরায় অসুস্থ হয়ে কিং অ্যালবার্ট এডওয়ার্ড হাসপাতালে ভর্তি হলেন। কিন্তু কালাপানি পেরিয়ে আসা জাতিচ্যুত আনন্দীকে তাঁর সহকর্মী এবং অন্যন্য চিকিৎসকেরা চিকিৎসা করতে অস্বীকার করেন। বিনা চিকিৎসায় ১৮৮৭ খ্রিস্টাব্দের ২৬ শে ফেব্রুয়ারী রাত দশটায় আনন্দীবাঈয়ের মৃত্যু হয়।তাঁর ভস্মাবশেষ থিওদোরার নিকট পাঠিয়ে দেওয়া হয়, যা তিনি তাঁর পারিবারিক সমাধিতে স্থাপন করেন।
০৩ রা এপ্রিল, ২০১৮ ভোর ৬:১৭
ব্লগ মাস্টার বলেছেন: নূরু ভাই আপনাকে আবারো শুভেচ্ছা জানাই।
৩| ০২ রা এপ্রিল, ২০১৮ ভোর ৬:৩২
ব্লগ সার্চম্যান বলেছেন: আনন্দি গোপাল জোশির কথা আগে জানতাম না ধন্যবাদ ।
০৩ রা এপ্রিল, ২০১৮ ভোর ৬:১৭
ব্লগ মাস্টার বলেছেন: ভাই আপনাকে শুভেচ্ছা জানাই।
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভারতের প্রথম মহিলা ডাক্তার
আনন্দি গোপাল জোশিরে
জন্মদিনে ফুলেল শুভেচ্ছা।