![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
সূরাহ আল-মা'ঊন
আয়াতঃ ৭, রুকূঃ ১, মাক্কী
বিসমিল্লহির রাহমানের রাহিম!
অতি দয়ালু এবং পরম করুণাময় আল্লাহ্র নামে শুরু করছি ।
১। তুমি কি দেখেছ তাকে, যে পরকালকে মিথ্যাপ্রতিপন্ন করে?
২। সে তো ঐ ব্যক্তি, যে ইয়াতীমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়।
৩।এবং সে অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহ প্রদান করে না।
৪। সুতরাং ধ্বংস সেই সালাত আদায়কারীদের জন্যে,
৫। যারা তাদের সালাতে অমনোযোগী।
৬। যারা লোক দেখানোর জন্যে তা করে,
৭। এবং তারা প্রয়োজনীয় ছোটখাট জিনিস সাহায্য দানে বিরত থাকে।
০৬ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:১০
ব্লগ মাস্টার বলেছেন: আমীন ।
২| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ৮:২৮
সোহাগ তানভীর সাকিব বলেছেন: হে আল্লাহ! এতিমদের সাথে কখনও যেন খারাপ ব্যবহার না করি। আর সেই সব হতভাগা সালাত আদায়কারীদের দলভুক্ত আমাদের কোরো না-আমীন।
০৬ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:১১
ব্লগ মাস্টার বলেছেন: আমীন ।
৩| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ৮:৫১
ইমরান আশফাক বলেছেন: ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আল্লাহু আমাদের সহজ ও সঠিক পথে চলার তৌফিক দিক।
০৬ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:১১
ব্লগ মাস্টার বলেছেন: আমীন ।
৪| ০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৭
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ছুম্মা আমিন
০৬ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:১২
ব্লগ মাস্টার বলেছেন: আমীন ।
যুক্তিও আলা ভাই কেমন আছেন ?
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ৭:৪৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহু আমাদের সহজ পথে চলার তৌফিক দিক।