নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।

ব্লগ মাস্টার

আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।

ব্লগ মাস্টার › বিস্তারিত পোস্টঃ

স্থানীয়ভাবে নির্মিত বাংলাদেশের প্রথম চলচ্চিত্র মুখ ও মুখোশ !

০৬ ই এপ্রিল, ২০১৮ ভোর ৪:৫৮


মুখ ও মুখোশ তৎকালীন পূর্ব পাকিস্তানের আর বর্তমান বাংলাদেশের স্থানীয়ভাবে নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র। ১৯৫৬ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি পরিচালনা করেছেন আব্দুল জব্বার খান। ইকবাল ফিল্মস এই ছবিটি অর্থায়ন এবং চিত্রায়নে সহায়তা করে। চলচ্চিত্রটি ১৯৫৬ সালের আগস্টের ৩ তারিখে মুক্তি পায়। ছবিটির প্রথম প্রদর্শনী হয় মুকুল প্রেক্ষাগৃহে বর্তমান যার নাম আজাদ প্রেক্ষাগৃহ। এটি ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ এবং খুলনায় একযোগে মুক্তি পায়। সেই অঞ্চলের প্রথম চলচ্চিত্র হিসাবে দর্শকমহলে এটি নিয়ে আগ্রহের সৃষ্টি হয়। চলচ্চিত্রটি ততকালীন প্রায় ৬৪,০০০ রূপি নির্মাণব্যয় হয় আর প্রথম দফায় মুক্তির পর চলচ্চিত্রটি প্রায় ৪৮,০০০ রুপি আয় করে।মূলত চিত্রনাট্যটি আবদুল জব্বার খানের ডাকাত নাটক হতে চলচ্চিত্রটির কাহিনী নেওয়া হয়। ১৯৫৩ সালে তিনি চলচ্চিত্রটির কাজ শুরু করেন। সে সময় দৃশ্যত পূর্ব পাকিস্তানে নিজস্ব কোন চলচ্চিত্র শিল্প গড়ে উঠেনি। স্থানীয় সিনেমা হলগুলোতে কলকাতা অথবা লাহোরের চলচ্চিত্র প্রদর্শিত হতো। পশ্চিম পাকিস্তানের চলচ্চিত্র প্রযোজক এফ. দোসানির পূর্ব পাকিস্তানে চলচ্চিত্র প্রযোজনার ব্যাপারে নেতিবাচক মন্তব্যে ক্ষুদ্ধ হয়ে জব্বার খান চলচ্চিত্রটি নির্মাণে উদ্যোগী হন।জব্বার খান দুই বছর ধরে ছবিটির কাজ করেন। ১৯৫৪ সালের ৬ই আগস্ট আবদুল জব্বার খান তার পরিচালনায় প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ এর মহরত করেন হোটেল শাহবাগে। তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর ইস্কান্দার মির্জা ছবির মহরতের উদ্বোধন করেন। স্থানীয় অভিনেতারা, চলচ্চিত্রে অভিনয়ের পূর্ব অভিজ্ঞতা ছাড়াই বিনা পারিশ্রমিকে এই ছবিতে অভিনয় করেন।স্থানীয়ভাবে কোন ফিল্ম প্রোডাকশন স্টুডিও না থাকায় ছবির নেগেটিভ ডেভেলপের জন্য লাহোরে পাঠানো হয়। লাহোরের শাহনূর স্টুডিওতে মুখ ও মুখোশ এর পরিস্ফূটন কাজ সম্পন্ন হয়। ১৯৫৬ সালে ছবির কাজ শেষ হয় কিন্তু তিনি ছবিটি নিয়ে প্রথমে ঢাকায় ফেরার অনুমতি পাননি। মুখ ও মুখোশ’র প্রথম প্রদর্শনী হয় লাহোরে। ঢাকায় ফিরে আসার পর ছবিটি প্রদর্শনীর বিষয়ে কোন প্রেক্ষাগৃহের মালিকের কাছ থেকে আশানুরূপ সাড়াও পাননি। তবে এ অবস্থা কাটাতে বেশি সময় লাগেনি। অল্পদিন পরেই মুখ ও মুখোশ ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম এবং খুলনায় একযোগে প্রদর্শিত হয়। ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয় রূপমহল প্রেক্ষাগৃহে।

ইনাম আহমেদ - মুখ্য পুরুষ চরিত্র
আব্দুল জব্বার খান - দ্বিতীয় প্রধান পুরুষ চরিত্র
পূর্ণিমা সেনগুপ্ত - প্রধান নারী চরিত্র
জহরত আরা। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ছাত্রী
পিয়ারী বেগম। তখন ইডেন কলেজের ছাত্রী
রহিমা খাতুন।
বিলকিস বারী।
আমিনুল হক। তখন ঢাকা বেতার কেন্দ্র-এ চাকুরীরত

চিত্রনাট্য - বিপ্রদাশ ঠাকুর -কলকাতা।
চিত্র গ্রহণ - মুরারী মোহন উপদেষ্টা । পরে এই দায়িত্ব তুলে নেন সহকারী চিত্রগ্রাহক জামান।
অঙ্গসজ্জা - শ্যাম বাবু -আসল নাম শমসের আলী ।
সংগীতে কন্ঠ - আবদুল আলীম এবং মাহবুবা হাসনাত ।
সঙ্গীত পরিচালক - সমর দাস।
সহকারী সঙ্গীত পরিচালক - ধীর আলী।
শব্দ গ্রহণ - মইনুল ইসলাম।
সম্পাদক - আব্দুল লতিফ -পশ্চিম পাকিস্তান ।


ছবির প্রথম প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন শেরেবাংলা এ কে ফজলুল হক।ছবির মহরতে উপস্থিত ছিলেন তদানীন্তন পাকিস্তানের গভর্নর ইস্কান্দার মীর্জা।প্রথম শুটিং কালীগঞ্জে ১৯৫৩ সালের ডিসেম্বর মাসে।ছবির মহরত হয় ১৯৫৪ সালের ৬ আগস্ট। স্থান তখনকার শাহবাগ হোটেল।প্রথমে ছবির নাম রাখা হয়েছিল 'ডাকাত'। পরে ফজল শাহাবুদ্দিনের পরামর্শে নাম রাখা হয় 'মুখ ও মুখোশ'।শুটিং শেষ হয় ১৯৫৫ সালের ৩০ শে অক্টোবর।
শুটিংয়ের মূল স্থানগুলো ছিল সিদ্ধেশ্বরী, তেজগাঁও, রাজারবাগ, কমলাপুর, লালমাটিয়া, জিঞ্জিরা এবং টঙ্গীর বিভিন্ন জায়গায়।


Ali Mansoor and Zahrat Ara in Mukh O Mukhosh.Courtesy: Bangladesher Cholochchitrer Itihash by Anupam Hayat

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:



আমরা এই মুভির কথা শুনেছিলাম, দেখার সুযোগ হয়নি।

০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২১

ব্লগ মাস্টার বলেছেন: আমার নিজেরো এখনো ছবিটি দেখার সুযোগ হয়নি।

২| ০৬ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ইউটিউবে থাকতে পারে কি?

০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২১

ব্লগ মাস্টার বলেছেন: শুনেছি আছে দেখতে হবে।

৩| ০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫২

প্রামানিক বলেছেন: ইউটিউবে দেখেছি। ধন্যবাদ

০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২২

ব্লগ মাস্টার বলেছেন: আমার এখনো ছবিটি দেখার সুযোগ হয়নি।

৪| ০৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৫

রাজীব নুর বলেছেন: মুভিটি দেখিনি।

০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২২

ব্লগ মাস্টার বলেছেন: আমার নিজেরো এখনো ছবিটি দেখার সুযোগ হয়নি।

৫| ০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

নূর-ই-হাফসা বলেছেন: ছবিটি দেখার ইচ্ছে আছে ।
আপনার লেখা ভালো লাগল ।

০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

ব্লগ মাস্টার বলেছেন: খুব দ্রুত দেখে নিবেন আপা না দেখে আল্লাহ না করুক যদি কিছু হয়ে যায় তাহলে সারাজীবন আসপোস থেকে যাবে কিন্তু
দেখার আর সুযোগ হবে না।অনেক শুভকামনা আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.