![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
এইত আর মাত্র কয়েক ঘন্টা বাকি তরপর শুরু হবে আরো একটি নতুন বছরের যাত্রা । চলুন সকলে মিলে পিঁছনে ফেলে জীবনের সকল দুঃখকে ভুলে হাসি মুখে সামনে আসা এই নতুন বছরটিকে বরণ করে নেই।তবে হ্যা আমাদের সকলকে মনে রাখতে হবে নতুন বছর
আসলে আমরা সেই নতুন বছরকে বরণ করতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকি আর এটাই স্বাভাবিক ।তবে আমরা যে অনুষ্ঠান বা উৎসব পালনের নামে যে খারাপ কাজ গুলো করে থাকি সেটা মোটেও ঠিক না।আসলে যারা সত্যিই বাংলা ভাষা আর বাঙালি জাতিকে ভালোবাসে, ভালোবাসে বাংলার ঐতিহ্য, তারা কখনো একদিন ঐতিহ্য পালন করে বাকি ৩৬৪ দিন বিদেশিদের মতো চলাফেরা করে না।
তাই আমাদের প্রতিদিন যেন হয় বাঙালির দিন । সবাইকে শুভনববর্ষ।
২| ১৩ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪২
শাহ আজিজ বলেছেন: নতুন বাংলা বছরে যেন জঞ্জাল মুক্ত একটি দেশ পাই।।
৩| ১৩ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৪
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। নতুন দিনগুলি হোক আরো প্রাণবন্ত।
৪| ১৩ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১১
রাজীব নুর বলেছেন: শুভনববর্ষ
৫| ১৩ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২১
বিদেশে কামলা খাটি বলেছেন: শুভ নববর্ষ। নতুন বছর থেকে কেউ যেন আর কোন খারাপ কাজ না করে। সবাই যেন বুকের মাঝে সততাকে লালন করে।
৬| ১৩ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৭
সোহাগ তানভীর সাকিব বলেছেন: শুভ নববর্ষ
৭| ১৩ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৬
চাঁদগাজী বলেছেন:
নববর্ষের শুভেচ্ছা
৮| ১৩ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩
তারেক ফাহিম বলেছেন: আগত ১৪২৫ বাংলা (নতুন) বর্ষের শুভেচ্ছা।
৯| ১৩ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
শাহারিয়ার ইমন বলেছেন: শুভ নববর্ষ
১০| ১৩ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
কাওসার চৌধুরী বলেছেন:
পানতা নিয়ে থাকলে বসে
ইলিশ মাছের আশায়,
একটা ইলিশ পথ ভুলে কী
ঢুঁকবে আমার বাসায়?
কেষ্ট বলে, শুনছো কথা!
বলে কী মোর দুলায়,
এই বাজারে ইলিশ নিয়া
কেমনে মাথা ঘামায়?
থালায় নিয়ে রাখছি পুঁটি
উদযাপনের আশায়,
লও সবে বৈশাখী মোর
রাঙা নিমন্ত্রণের খাতায়,
খেজুর পাতার আসন পেতে
বসবো সবাই দাওয়ায়,
করবো ভাগ মহা আনন্দে
পুঁটি-পান্তার থালায়।।
................................ নববর্ষের শুভেচ্ছা।
............ব্লগে স্বাগতম।
আপনার মন্তব্য লিখুন
১১| ১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সবাইকে শুভ নববর্ষ ।
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২০
আবু আফিয়া বলেছেন: আগত বাংলা নতুন বছর উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা