![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
নদীর জল শুকিয়ে যায় যদি
থাকেনা সে আর নদী,
মানূষের বয়স হলে
হয়ে যায় বুড়ো,
জন্ম নেয় উলঙ্গ হয়ে
থাকে তবু সে নিস্পাপ!
এইতো বুঝি সরলার জীবন
কি বাপরে বাপ।
রূপ দেখে হয় না গুনের পরিচয়,
এটা বুড়া বুড়ি কয়,
সুন্দরি নারীরা অতি নিম্নজনিত
অহংকারী হয় !
অথচ নারী বাধে চুল
কানে দেয় দুল,
হাতে চুড়ি
খোপায় বাহারি ফুল ।
আবার সেই চুল বাধুনী
হয় রাধুনী,
কখনো মা কখনো বোন
কখনো মেয়ে কখন কারো ভাবি
আবার কারো শ্ত্রী হন।
তবুও তাদের নিয়ে একটি দ্বিদা হয়
সুন্দরি নারীরা অতি নিম্নজনিত অহংকারী হয় !
যা মোটেও ভালো কথা নয়।
০৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩২
ব্লগ মাস্টার বলেছেন: এটা বুঝে কজন?
২| ২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সব সুন্দরী এমন নয়। কারণ অনেকে সুন্দরীত্ব চলে যাওয়ার ভয়ে অস্থির থাকে।
০৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৪
ব্লগ মাস্টার বলেছেন: অস্থিরটা সম্ভাবত সুন্দরিদের একটা স্বভাব।
৩| ২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৫
সৈয়দ তাজুল বলেছেন: ফরিদ আহমদ চৌধুরীর সাথে একমত।
কবিতা সুন্দর হয়েছে, ছবিটা না!!
০৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৫
ব্লগ মাস্টার বলেছেন: ছবিটা আমার কাছে বেশ ভালই লাগছে যেন পুটুলের মত।
৪| ২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৪
রাজীব নুর বলেছেন: সব মেয়েই অহংকারী হয়।
০৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৬
ব্লগ মাস্টার বলেছেন: এটা তাদের স্বভাব।
৫| ২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ব্যতিক্রম না থেকেই পারে না।
০৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৬
ব্লগ মাস্টার বলেছেন: সহমত।
৬| ০৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৫
পান্হপাদপ বলেছেন: বানান ভুলসহ অতি নিম্ন মানের কবিতা লেখা হয়েছে ।
০৯ ই জুন, ২০১৮ সকাল ১০:১১
ব্লগ মাস্টার বলেছেন: সেটা আমিও জানি ।
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৪
তারেক ফাহিম বলেছেন: ভালো খারাপ মিলিয়ে হয়।