![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
হৃদয়ের গভীরে মাটিচাপা পরেগেছে কারো ভালোবাসার
সেই চাপা ফুলের মালা।তার দেয়া ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখগুলোই
করে তুলেছে আমায় তার প্রেমের প্রতি বিদ্রহ!
তাই আজ এখন থেকে আমি তার প্রেমের প্রতি অনশন
ডাকলাম ।তার সাথে আর ভাব নয় হবে ঘৃর্ণার খেলা,
বুঝিয়ে দিব সে আমার প্রেমকে করেছে যে অবহেলা
তার চেয়ে বেশি দিয়ে আমি তাকে বিরহের জ্বালা।
কথা দিচ্ছি আজ থেকে সে আর আমার কেও না,
আমিও তার কেও না হয়ত একদিন ছিলাম ।
হয়ত বন্ধু আমি ভাঙ্গবো, তবু মচকাবো না, কথা দিলাম
আমি জয়ী হবো এবং জয়ী করবো।আমি বুঝে গেছি আসলে
ক্ষণস্থায়ী জীবনে কারো কারো জীবনে সুখ যেমন কাম্য নয়,
তেমনি ছোট একটা জীবনে অনেকেরই প্রেমও প্রাপ্য নয়। সেই
ভেবে না হয় আমিও বন্ধু তোর জন্য আমার প্রেমটুকো বিসর্জন দিলাম,সুখ ছেড়ে দুঃখকে নিজের জীবন সঙ্গী করে নিলাম!
১৬ ই মে, ২০১৮ দুপুর ১২:৩৯
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাই আপনার লেখাগুলোও পড়লে বেশ ভালো লাগে।
২| ৩০ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:১৯
ঠাকুরমাহমুদ বলেছেন: কে আমার - আমি কার ? শার্টের বোতামের চেয়েও হালকা চিপস, মেমোরী কার্ড বলে চিনি ৬৪ গিগা মেমোরী লোড হয়ে গেছে কিন্তু এই সামান্য কথার উত্তর জানা সম্ভব হয়নি - আফসোস !!
৩| ৩০ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:০৫
সৈয়দ তাজুল বলেছেন: কবি, কবিতা ভাল লেগেছে
প্লাস+++
৪| ৩০ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:৩৭
সোহাগ তানভীর সাকিব বলেছেন: বন্ধুর জন্য বন্ধু। বন্ধুত্বের বন্ধন অটুট থাক।
৫| ৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩৪
কানিজ রিনা বলেছেন: প্রেম হাড়ালে পরম ধরে চলা সে আসল
প্রেমিক হয় যদি।
যেজন প্রেমের ভাব জানেনা তার সাথে
নাই লেনাদেনা আসল সোনা ছাড়িয়া সে
নেয় নকল সোনা যেজন সোনা চিনেনা।
গানটা নিনা হামিদের। ধন্যবাদ কবিতায়।
৬| ৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৪
ব্লগ সার্চম্যান বলেছেন: আপনার এবারের কবিতাটি ব্যতিক্রম লাগল মানে আগের তুলনায় অনেক ভালো লাগল।
৭| ৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৬
রাজীব নুর বলেছেন: মনের সব টুকু আবেগ কবিতায় ঢেলে দিয়েছেন। তাই তো কবিতাটি ভালো হয়েছে।
৮| ৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৭
বিজন রয় বলেছেন: কবিতায় আবেগ আছে, কিন্তু উপস্থাপনা ভাল হয়নি।
অনেক বানান ভুল আছে।
৯| ৩০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৬
ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লাগল কবিতা।
১০| ০১ লা মে, ২০১৮ ভোর ৪:৫৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কবিতা ভালো লাগেনি
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৮ ভোর ৪:৩৬
কাওসার চৌধুরী বলেছেন: বিরহের অভিমানী কবিতা। বেশ পরিপাটি সুন্দর লেখা। পড়ে মুগ্ধ হলাম। আপনার জন্য শুভ কামনা। ভাল থাকবেন।