![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
কখনো ভেবে দেখিনি সব থেকে প্রিয় যেজন
সেই একদিন হবে আমার ঘাটক !
বুঝতে দেয়নি তার মুখটি
যে মুখে ভরা মায়া
সেই মুখটিই হবে,
আমার সামনে একদিন, কোন এক অশরীর ছায়া।
ভেবে পাইনি আমি
অমন উজ্জল নক্ষত্র
কি করে ছায়া তলে লাগিয়ে দেয় গ্রহ !
আহ! অবাক বিশ্ব চৈতন্য,
অবাক মানব
অবাক সমাজ
শুধু একমাত্র সেই ধৈন্য,
আমি এক ছলনায় ছলিত পরাজিত সৈন্য,
কি সাধ্য আমার বিধাতার খন্ডন করি অমাণ্য।
২১ শে মে, ২০১৮ সকাল ১১:৩৯
ব্লগ মাস্টার বলেছেন: আপনাদের মত গল্পকারদের কাছে আমাদের লেখা ভালো লাগা মানে অনেক কিছু।
২| ২০ শে মে, ২০১৮ রাত ৩:০৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মন্তব্যের জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।
২১ শে মে, ২০১৮ সকাল ১১:৪০
ব্লগ মাস্টার বলেছেন: হা হা হা তা বেশ লম্বা কমেন্ট করেছেন।
৩| ২০ শে মে, ২০১৮ রাত ৩:০৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মাস্টারজ্বী?
খবর ভাল??
২১ শে মে, ২০১৮ সকাল ১১:৪১
ব্লগ মাস্টার বলেছেন: এইতো আছি তা আপনার খবর কি
৪| ২০ শে মে, ২০১৮ সকাল ৮:২৩
আকিব হাসান জাভেদ বলেছেন: অশরীর ছায়া সাথে গ্রহের অন্তীম সম্পর্ক । সুন্দর কাব্য বাক্য ।
কি সাধ্য আমার বিধাতার খন্ডন করি অমান্য ।
২১ শে মে, ২০১৮ সকাল ১১:৪২
ব্লগ মাস্টার বলেছেন: কোন ভাবেই কপালের লিখন মোছার উপায় নাই।
৫| ২০ শে মে, ২০১৮ সকাল ৮:২৮
কানিজ রিনা বলেছেন: আপনি এখনও বেঁচে আছেন ঘাতকের
হাত থেকে? এই দেখেন ঘাতকের হাত
থেকে আমিও বেঁচে আছি। আমি নিজেকে
বিচার করতে শিখেছি। ভুল করেছিলাম
ভুলের মাশুল গুনছি বিধাতার দোশ দেওয়ার
সাধ্য নাই কারন বিধাতা মানুষকে আগেই
সাবধানতার দলিল পাঠিয়েছেন। খুব ছোট
বয়সে ভুল করেছি। তার প্রায়চিত্য ভোগ
করছি। বাস্তবতা আমি নিজেই গড়েছি কঠিন
থেকে কঠিন জীবন অবলম্বনে হ্যা আমার
ভুলের বাস্তবতায় বিধাতা আমাকে সহায়তা
করেছেন উপলদ্ধিতে বুঝি বিধাতা মানুষকে
ভালবাসেন তাই বিধাতার দোশ খুজিনা।
আপনার লেখায় নিজের অভিব্যক্তি রাখলাম।
ধন্যবাদ।
৬| ২০ শে মে, ২০১৮ সকাল ৯:২৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৭| ২০ শে মে, ২০১৮ সকাল ১১:২৭
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার!! +
৮| ২০ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৯| ২১ শে মে, ২০১৮ রাত ৩:০৫
ঠ্যঠা মফিজ বলেছেন: রাজীব নুর বলেছেন খুব সুন্দর। আমিও তাই বলি।
©somewhere in net ltd.
১|
২০ শে মে, ২০১৮ রাত ২:০১
কাইকর বলেছেন: অনেক ভাল লাগলো।শব্দচয়ন এক কথায় খুব ভাল।বেশ ভাল।চালিয়ে যান।আমি ছোট খাটো গল্পকার।সময় পেলে আমার ব্লগে ঘুরে আসবেন।দাওয়াত রইলো। ধন্যবাদ ও শুভ কামনা