![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
রঙ তাহার গাঢ় কমলা গায়ে দেখে
মনে যে সহ করেনা
বুকে স্বাদ না মেটার এক বাসনা
দেখেও যেন অঙ্গ তাহার
মুখ তাহার হলুদ গড়ন
যেন সেজেছে কণ্যা নাগড় দোলায়
নববধূ বরন।
দেখলে যায় বোঝা
হবে বড় প্রেমের ওঝা
তার মাঝে ভুল নয় আমার প্রেম খোঁজা।
হবে স্বামী সোহাগী
একি মেয়ের রূপের ধরণ
যেন কালো রাতে একফালা চাঁদের আমরণ
প্রেম যেন খুজে পেল নতুন করে তারই চরণ।
জোছনা মাখা সবটুকো রূপ বিধাতা দিয়েছেন যাকে
কি করে ভুলিব বল শত চেষ্ঠায় আমি তাহাকে
জন্মের আগেই বাহুর একটি অংশ দিয়ে বসে আছি যাহাকে ।
০৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৭
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ভাই ।
২| ২১ শে মে, ২০১৮ দুপুর ১:০৩
কাইকর বলেছেন: আহা......প্রেম।কথার ফুলঝুরি। ধন্যবাদ আপনাকে
০৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৮
ব্লগ মাস্টার বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ কাইকর।
৩| ২১ শে মে, ২০১৮ দুপুর ১:১১
বৃষ্টি বিন্দু বলেছেন:
বাহ, ভালই তো কবিতা।
সুন্দর, অনেক সুন্দর।
০৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৮
ব্লগ মাস্টার বলেছেন: অনেক ধন্যবাদ বৃষ্টির বিন্দু।
৪| ২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৩০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৯
ব্লগ মাস্টার বলেছেন: অনেক ধন্যবাদ নুর ভাই।
৫| ২৫ শে মে, ২০১৮ রাত ১:১৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেক ভালো লাগল কবিতা।
০৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৯
ব্লগ মাস্টার বলেছেন: অনেক ধন্যবাদ হাসু ভাই।
৬| ০৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৭
ওমেরা বলেছেন: এত সুন্দর !! ইস্ আমার চোখ দিয়ে যদি তাকে একটু দেখতে !!
কবিতার চেয়ে শিরোনামটা বেশী ভাল লেগেছে ।
০৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪২
ব্লগ মাস্টার বলেছেন: সত্যি বলছি আসলেই অনেক সুন্দর কিন্তু অহংকারী।
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০১৮ দুপুর ১২:৩৮
ফেনা বলেছেন: প্রেমের সুন্দর উপস্থাপন।