![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
কিছু কিছু জীবন সব সময়
দৈনন্দিন নথিভুক্তি
আচ্ছাদিত আবরণে ঢেকে থাকে
যা বাহির চক্ষু নয় দেখতে হয় অন্ত চোখে।
আর তা যে দেখতে পারে
সে সেখান থেকেই জীবনের গতিপথ শিখে ।
সূর্য প্রতিটি সময় প্রমাণ দিতে সক্ষম হয়েছে
তার তাপদাহ ছাড়া পৃথিবী অচল,
রাতের বিরামহীন অন্ধকার কেটে
চাঁদ পৃথিবীকে করে তোলে সচল
তাও সূর্যের শক্তিবরে
যা দেখে আসছে পৃথিবী অনন্তকাল ধরে।
০৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:০৯
ব্লগ মাস্টার বলেছেন: প্লাসের জন্য অনেক কৃতজ্ঞতা ইসলাম ভাই।
২| ৩০ শে মে, ২০১৮ সকাল ৮:১৫
আকিব হাসান জাভেদ বলেছেন: কিছু কিছু জিনিস দেখিতে গিয়েও দেখা হয় না ভালোবাসার চোখে
কিছু কিছু জিনিস হারিয়ে গেলে ফিরে পাইনা চিরতরে।
সুন্দর কাব্য কথ্য ।
০৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:১১
ব্লগ মাস্টার বলেছেন: সুন্দর কমেন্টের জন্য অনেক ধন্যবাদ জাভেদ ভাই।
৩| ৩০ শে মে, ২০১৮ সকাল ৮:৫৬
লাবণ্য ২ বলেছেন: সুন্দর কাব্য ।
০৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:১১
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ লাবণ্য আপু।
৪| ৩০ শে মে, ২০১৮ সকাল ৯:৩৫
রাজীব নুর বলেছেন: কোনো শিরোনাম খুঁজে পাই নাই
তাই তো শিরোনামহীন।
০৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:১২
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ সত্যটুক বলার জন্য।
৫| ৩০ শে মে, ২০১৮ সকাল ১০:২০
বিজন রয় বলেছেন: শিরোণাম পান নাই?
নিন আমি একটি শিরোণাম দিলাম....... নিতে পারেন...
"অন্তার্বোধ ও অস্তিত্বমানতা"
কবিতাটি অনেক গভীর বোধের।
শুভকমনা রইল।
০৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:১৩
ব্লগ মাস্টার বলেছেন: আপনার দেয়া শিরোনামটি খুবই সুন্দর।
৬| ৩০ শে মে, ২০১৮ সকাল ১১:৫৬
তাহমিনা আক্তার সুইটি বলেছেন: সুন্দর
০৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:১৪
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ সুইটিপা।
৭| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১:১৩
ফেনা বলেছেন: হুম। ভাল।
০৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:১৫
ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ফেণা।
৮| ৩০ শে মে, ২০১৮ দুপুর ২:০৬
নিশাচড় বলেছেন: ভালো লাগলো। শুভ কামনা।
০৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:১৬
ব্লগ মাস্টার বলেছেন: অনেক ধন্যবাদ নিশাচড় ভাই।
৯| ০১ লা জুন, ২০১৮ রাত ১২:৪৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কবিতায় বাস্তববাদীর ছোঁয়া আছে।
০৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:১৭
ব্লগ মাস্টার বলেছেন: অনেক ধন্যবাদ হাসু ভাই।
১০| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৪:৫২
ঠ্যঠা মফিজ বলেছেন: খারাপ লাগে নাই ভালই হয়েছে কাব্যের রূপরেখা।
০৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:১৭
ব্লগ মাস্টার বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
১১| ০৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:১৭
বিজন রয় বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা।
০৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৬
ব্লগ মাস্টার বলেছেন: আমি বুঝতে পারছি আপনি রাগ করছেন।
১২| ০৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩০
বিজন রয় বলেছেন: হা হা হা .... কেন সেটা মনে হলো?
০৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩১
ব্লগ মাস্টার বলেছেন: আপনার পরামর্শ গ্রহণ করিনাই বলে এবং প্রতি উত্তর লেটফর।
১৩| ০৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৬
বিজন রয় বলেছেন: হা হা হা .... এটা কোন কথা হলো!!
না, একদমই না, আমি সেটা কখনো মনে করিনি, করবোও না।
আমি তো ওভাবে ভাবিনি।
আবারো শুভকামনা।
০৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪০
ব্লগ মাস্টার বলেছেন: যাক বাপু কিছুটা হাপ সারতে পারলাম। আজকাল মানুষের মনের যে অবস্থা একটু ১৯ কি ২০ হলেই মন খারাপ করে বসে।
এটা জেনে অন্তত ভালো লাগছে বিজন রয় ভাই সে কাতারে নেই।
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৮ সকাল ৮:০৫
সৈয়দ ইসলাম বলেছেন: বাহ, চমৎকার কবিতা তো!
ভাল লাগলো...
প্লাস+++