নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।

ব্লগ মাস্টার

আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।

ব্লগ মাস্টার › বিস্তারিত পোস্টঃ

দুনিয়ায় এখন সব অসৎ মানুষ ভাই

০৯ ই জুন, ২০১৮ সকাল ৯:৫৭


এখনতো আগের মানুষ নাই
ও দুনিয়ার মানুষ ভাই!
মানুষ সব হয়েগেছে অসৎ
যারা ছিল একটা সময়,সব দিকে সৎ
তারা এখন বেছে নেয় ভালো রেখে মন্দের পথ।
দুনিয়া এখন যত সব মন্দের জট।
গোটা দুনিয়া ভরে গেছে মন্দের কারখানয়
এখনতো আর আগের মানুষ নাই
ও দুনিয়ার মানুষ ভাই,
দুনিয়ায় এখন সব অসৎ মানুষ ভাই।
মুখ লুকিয়ে রাখে
ভালো মানুষ সেঁঝে মুখোসের আড়ালে
তবে সবই বুঝে
শেষ সময় এসে বিদায়ের সামনে দাঁড়ালে,
তখন আর থাকেনা সময়
পিঠ ঠেকে যায় সে না ফেরাবার দেয়ালে।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৮ সকাল ১০:২৭

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

১৬ ই জুন, ২০১৮ রাত ১০:০৮

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ সনেট স্যার।আপনাদের কাছে আমরা এখনো ছাত্র। শিক্ষা আর কর্ম শিখার শেষ নাই।

২| ০৯ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৬

স্বচ্ছ দর্পন বলেছেন: মানুষ আর মানুষ নাই।
ভালো লেখা।

আমার ব্লগ ঘুরে আসার অনুরোধ রইলো ।
স্বচ্ছ দর্পন ব্লগ

১৬ ই জুন, ২০১৮ রাত ১০:১০

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ। ঘুরে এসেছি আপনি ভালই লিখেন।

৩| ০৯ ই জুন, ২০১৮ সকাল ১১:১৪

রাজীব নুর বলেছেন: “হে উদাসীন পৃথিবী,
আমাকে সম্পূর্ণ ভোলবার আগে
তোমার নির্মম পদপ্রান্তে
আজ রেখে যাই আমার প্রণতি।”
রবীন্দ্রনাথ ঠাকুর

১৬ ই জুন, ২০১৮ রাত ১০:১১

ব্লগ মাস্টার বলেছেন: =p~

৪| ০৯ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫৪

বিজন রয় বলেছেন: সময় যায় মানুষ বদলায়।
এটাই নিয়ম।

কবিতায় ++++।

১৬ ই জুন, ২০১৮ রাত ১০:১২

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ বিজন রয় ভাই।

৫| ০৯ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

কানিজ রিনা বলেছেন: আমের পালায় পচা আমের সাথে সব আম
পচে যায় ঠিক তেমনই পচা মানুষের পাশা
পাশি সব মানুষ পচে যাচ্ছে। পচা মানুষের
দল ভারী পচা আম বেছে ফেলে দেওয়া
যায় কিন্তু পচা মানুষ বেছে ফেলা যায়না।
ভাল লাগল আপনার লেখা। ধন্যবাদ।

১৬ ই জুন, ২০১৮ রাত ১০:১৫

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ আপু। আপু আপনি হার কিপতে খালি অন্যের লিখায় কমেন্ট করেন অথচ নিজে কিছু লিখে আমাদের পড়ার সুযোগ দেন না।

৬| ১০ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৪

ঠ্যঠা মফিজ বলেছেন: অসাধারন ।

১৬ ই জুন, ২০১৮ রাত ১০:১৫

ব্লগ মাস্টার বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.